আমেরিকায় প্রথমবারের মত খেলতে গিয়েই দাপুটে পারফরম্যান্স মোহাম্মদ সাইফউদ্তিনে। ইয়র্কারে ম্যাচ জেতালেন, নিলেন দুর্দান্ত ক্যাচ! আমেরিকায় নিজের দ্বিতীয় ম্যাচেই শিকার ৪ উইকেট, হয়েছেন ম্যাচ সেরা। রীতিমত স্বপ্নের মত সূচনা।
মাইনর লিগ ক্রিকেটে নিজের শুরুটা স্মরণীয় করে রেখেছেন সাইফউদ্দিন। প্রথম ম্যাচে হারলেও দ্বিতীয় ম্যাচে তাঁর দল আটলান্টা ফায়ার জিতেছে চার রানের ব্যবধানে। মোট তিন ওভার বল করে মাত্র ১৩ রান খরচা করেন তিনি। উইকেট নিয়েছেন চারটি।
প্রথম ওভারে ৪ রান হজম করলেও পাননি কোন উইকেটের দেখা। নিজের দ্বিতীয় ওভারে এক উইকেট নিলেও নিজের তৃতীয় ও শেষ ওভারে নেন গুরুত্বপূর্ণ তিনটি উইকেট।
টস জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় সাইফউদ্দিনের দল আটলান্টা ফায়ার। ২০ ওভারে তারা সংগ্রহ করে আট উইকেট হারিয়ে ১৩৭ রান।
ব্যাট হাতে সাইফউদ্দিন করেন ৫ বলে ৬ রান। রান আউট হয়ে সাজঘরে ফিরে যান তিনি। তবে, এরপর আলো ছড়ান বোলিংয়ে।
সাইফউদ্দিন প্রথম আঘাতটা আনেন ইনিংসের চতুর্থ ওভারে। আউট করেন সাগর প্যাটেলকে। এরপর এই বোলার আবার বল হাতে আসেন ইনিংসের শেষ ওভারে। লাইটনিং এর দরকার তখন ছয় বলে ১০ রান।
সেই অবস্থায় প্রতিপক্ষকে বিপর্যস্ত করে দেন সাইফউদ্দিন। তিন উইকেট নেন। ইয়র্কারের আঘাতে ম্যাচ জিতিয়ে দেন আটলান্টা ফায়ারকে। আটলান্টা লাইটনিং করতে পারে মাত্র পাঁচ রান। সেখানেই ম্যাচটা জিতে যায় আটলান্টা ফায়ার। নায়ক বনে যান সাইফউদ্দিন।