দোষ কি সত্যিই বিরাট কোহলির? নাকি, রান নিতে গিয়ে নিজেই ফিরে এসে হোঁচট খেয়েছেন ফিল সল্ট? বড় বড় শট খেলে ইংলিশ ওপেনার সল্ট তখন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর রান আকাশে তুলে নিচ্ছিলেন, ঠিক তখনই ছন্দ পতন। রান আউট হয়ে ফিরে যান সাজঘরে। যাওয়ার আগে করেন ১৭ বলে ৩৭ রান।
চারটা চারের সাথে তিনটা ছক্কা—পুরো ইনিংসে ছিল আগ্রাসন আর ছন্দের দারুণ মিশেল। কিন্তু শেষটা খুবই অপ্রস্তুত আর অগোছালো। কিন্তু, তাতে দায় কি বিরাট কোহলির? ধারাভাষ্য কক্ষ থেকে অবশ্য বারবার বলা হল, বিরাট কোহলিই নাকি ফিরিয়ে দেন ফিল সল্টকে।
চতুর্থ ওভারের পঞ্চম বল। অক্ষর প্যাটেলের বল কাভারের দিকে ঠেলে দিয়েই দৌড় দিলেন ফিল সল্ট। এরপরই বুঝলেন না, এখান থেকে রান নেওয়া সম্ভব নয়। সম্ভবত কোহলিও ফিরে যেতে সায় দিলেন, কি হল মাঠে সেটা পরিস্কার নয়। তবে, ভারতীয় গণমাধ্যম কিংবা ধারাভাষ্যকার, সবাই বলছেন – কোহলিই ফিরিয়ে দিয়েছেন সল্টকে।
সল্ট থামার চেষ্টায় পা পিছলে গেল, আর তাতেই শেষ — মাঠে ছিটকে পড়লেন, গতি হারালেন, আর সেই ফাঁকেই ভিপরাজ নিগমের থ্রো। এই জাতীয় রান আউট করতে কোনো উইকেটরক্ষক ভুল করেন না। ভুল করেননি লোকেশ রাহুলও।
বিরাট কোহলি গ্রেট ব্যাটার। রানিং বিটিউন দ্য উইকেটেও দারুণ। কিন্তু, রান আউটের প্রসঙ্গ এলে, তার নামটা যেন এক অদ্ভুত দ্বিধার জায়গায় এসে দাঁড়ায়। ওয়ানডে বিশ্বকাপে সুরিয়াকুমার যাদব একই ভাবে রান আউট হন।
কিংবা নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজে ঋষাভ পান্ত, শুভমান গিল, অস্ট্রেলিয়ার বিপক্ষে তরুণ যশস্বী জয়সওয়াল রান আউট হন কোহলির সাথে ভুল বোঝাবুঝিতে। কোহলি নিশ্চয়ই ইচ্ছা করে সতীর্থ কাউকে আউট করতে যান না। কিন্তু, সমালোচনার কাঠগড়ায় বারবার তাঁকেই উঠতে হয়!