স্যাম কন্সটাস, অজি সাহসের অন্য আধার

ব্যাটারের বয়স আবার মাত্র উনিশ। কেবল ছক্কা হঁকিয়েই থামেন নি, বুমরাহর দুই ওভারে রান তুলেছেন যথাক্রমে ১৪ এবং ১৮। ব্যাটারের নাম স্যাম কন্সটাস, অজি মানসিকতার নতুন সংযোজন।

জাসপ্রিত বুমরাহ গত ১৪০০ দিনে টেস্ট ক্রিকেটে কোন ছক্কা হজম করেন নি। বছরের হিসেবে প্রায় ৪ বছর। অথচ, এক অভিষিক্ত তরুণ টানা দুই ওভারে তাকে দুই ছক্কা হাঁকালেন। ব্যাটারের বয়স আবার মাত্র উনিশ। কেবল ছক্কা হঁকিয়েই থামেন নি, বুমরাহর দুই ওভারে রান তুলেছেন যথাক্রমে ১৪ এবং ১৮। ব্যাটারের নাম স্যাম কন্সটাস, অজি মানসিকতার নতুন সংযোজন।

শুরুর লড়াইটা অবশ্য ছিলো কেবলই বুমরাহময়। প্রথম ওভারেই বুমরাহ কন্সটাসের ব্যাট তিনবার ‘বিট’ করেন। এজ হতে হতে বেচে যান অভিষেক ইনিংসেই স্ট্রাইক নেয়া এই ব্যাটার। গত তিন ম্যাচের ধারাবাহিকতা মনে রাখলে যে কোন দর্শক মনে করবেন, বুমরাহকে দেখে-শুনে খেলেই পার করা হয়ত হবে বুদ্ধিমানের কাজ।

ঊনিশ বছর বয়সে এত সমীহ করার মানসিকতা থাকে কোথায়? বুমরাহর পরের ওভারেই ‘রিভার্স স্কুপ’ করার চেষ্টা, ব্যাটে বলে হলো না। কি স্পর্ধা! টেস্ট ক্রিকেটের এক নাম্বার বোলার, এই জেনারেশনের অন্যতম সেরা ফাস্ট বোলারকে দিনের শুরুতে নতুন বলে ‘রিভার্স স্কুপ’? স্বয়ং ডেভিড ওয়ার্নার এই এমসিজিতে টি২০ অভিষেকেও এতখানি সাহস করেন নি।

কন্সটাস সাহস করলেন। বুমরাহর চতুর্থ ওভারে প্রথমে ‘স্কুপ’ করে চার হঁকালেন, পরের বলে ‘রিভার্স স্কুপে’ ছক্কা। দুইটা বলই রিশাভ পান্তের মাথার উপর দিয়ে উড়লো বাউন্ডারির পথে। যেন ‘আন অর্থোডক্স’ ব্যাটিংয়ে পান্তের উত্তরসূরির আগমন ঘটলো তাকে জানান দিয়ে।

পরের ওভারে স্কুপে সন্তুষ্ট থাকা গেল না। বুমরাহকে আছড়ে ফেললেন লং অনের উপর দিয়ে। ৬৫ বলে ৬০ রান, ৬ টি চার, ২ টি ছক্কা। সংখ্যাতত্ত্বে বড় কোন ইনিংস নয়।

কন্সটাসের ব্যাটিংয়ের সৌন্দর্য লুকিয়ে তার মানসিকতায়, বুমরাহর সাথে লড়াইয়ে। গত তিন টেস্টে বুমরাহর বিপক্ষে অজি ওপেনাররা আক্রমণের সাহস করতে পারেন নি, ওপেনিং পার্টনারশিপে আধিপত্য বিস্তার করাও হয়ে ওঠে নি। বক্সিং ডে টেস্টে ওপেনিং পার্টনারশিপে রান এলো ৮৯। বুমরাহর ঝড় সামলানো গেলো। উপরন্তু রাগিয়ে দেয়া গেলো বিরাট কোহলিকে।

কন্সটাস ভারতীয়দের কতটুকু ভুগিয়েছেন, স্পষ্ট হয়েছে কোহলির আচরণে। স্লেজিং ক্রিকেটের অংশ, ব্যাটারকে দু-চার কথা শুনিয়ে দেয়া, বিরক্ত করা, মনোসংযোগে ব্যাঘাত ঘটানো, ক্রিকেটের জৌলুসকে বাড়িয়ে তোলে। কিন্তু কোহলি তার অর্ধ বয়সী কন্সটাসকে পিচের দিকে এগিয়ে এসে ধাক্কা দিয়েছেন কিংবা ধাক্কা দিতে বাধ্য হয়েছেন।

কোহলির আচরণ হতাশাজনক কিন্তু কন্সটাসের উত্তর অজি মানসিকতার বহিঃপ্রকাশ। ‘আমি আবার বুমরাহকে চার্জ করতে যাচ্ছি।’ স্যাম কন্সটাস, রিমেম্বার দ্য নেইম।

Share via
Copy link