চট্টগ্রামে সাংবাদিকদের গালি দিয়ে ‘সরি’ বললেন সামিত প্যাটেল

চট্টগ্রামে সাংবাদিকদের গালি দিলেন, বাংলাদেশের ক্রিকেটারদের গালি দিলেন – আবার সরিও বললেন ইংলিশ ক্রিকেটার সামিত প্যাটেল। নতুন বিতর্ক সৃষ্টি হলে বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল)। সিলেট স্ট্রাইকার্সের এই ক্রিকেটার অনুশীলনের ফাঁকে সাক্ষাৎকার দেয়ার সময় মেজাজ হারিয়ে গালাগালি করে বসেছিলেন, পরে মিডিয়া ম্যানেজার এগিয়ে এসে মধ্যস্ততা করেন। তবে, ঘটনা সেখানেই থেমে থাকেনি।

বয়স ৪০ হওয়ার পরও কেন বিপিএলে সুযোগ কেন পাচ্ছেন? – সেই নিয়ে ছিল প্রশ্ন। মাঠেও তেমন পারফরম্যান্স নেই সিলেটের হয়ে, এবার মাঠের বাইরেও নেতিবাচক কারণে খবরের শিরোনাম বনে গেলেন সামিত প্যাটেল।

তিনি মুখোমুখি হয়েছিলেন গণমাধ্যম কর্মীদের; সেসময় তাঁকে উদ্দেশ্য করে প্রশ্ন করা হয়েছিল, চকলেট কি তাঁর খুব প্রিয়? জিম সেশন ঠিকঠাকভাবে করছেন তো?

হুট করে এমন প্রশ্ন শুনে বিভ্রান্ত হলেও উত্তর দিয়েছিলেন সহজভাবেই, কিন্তু কয়েক মিনিট পরেই দেখা যায় উল্টো চিত্র। রেগেমেগে সাংবাদিককে গালি দিতে শুরু করেন তিনি; অকথ্য ভাষায় তাঁর এমন গালাগাল পুরোপুরি অপ্রত্যাশিত ছিল।

বাংলাদেশি ক্রিকেটারদেরও খোঁচা দিতে ছাড়েননি এই অলরাউন্ডার। তিনি বলেন, ‘আমি বাংলাদেশি ক্রিকেটারদের মত না, আমি ইংলিশ ক্রিকেটার।’ এরপর ওই সাংবাদিককে দিয়ে জোর করেই সেই ইন্টারভিউ ডিলিট করান এই ডানহাতি।

যদিও পরবর্তীতে অন্যান্য সাংবাদিকরা তাঁর সঙ্গে কথা বললে নিজের ভুল বুঝতে পারেন তিনি। সেসময় ভুলের জন্য ক্ষমাও চাইতে দেখা যায় তাঁকে।

সিলেট স্ট্রাইকার্স অবশ্য আনুষ্ঠানিক বিবৃতি দিয়েছে এই ইস্যুতে। সেখানে বলা হয়, সামিত প্যাটেলের সঙ্গে টিম ম্যানেজার নাফিস ইকবাল ও মিডিয়া ম্যানেজার মিনহাজ উদ্দিন খান তাৎক্ষণিকভাবে বিষয়টি সমাধানের পদক্ষেপ নিয়েছেন। এছাড়া ভবিষ্যতে এই ধরনের ঘটনা যেন গণমাধ্যমকর্মীদের সঙ্গে কেউ না ঘটায় এই ব্যাপারে দলের সকল ক্রিকেটার ও সংশ্লিষ্ট স্টাফদের সর্তক করেন তাঁরা।

বিশ্বজুড়ে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট খেলেছেন, খেলেছেন ইংল্যান্ড দলেও। অথচ, তাঁর মানসিকতা এখনো শিশুতোষ। অভিজ্ঞ এই ক্রিকেটার যা করেছেন সেটা মেনে নেয়ার মত নয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link