বয়স ৪৭-এর ঘরে! কিন্তু. ব্যাটের বয়স আজও উনিশ। আজও কাভার ড্রাইভের নিখুঁত রেখা, আজও সুইপে শোভা পায় লঙ্কান ইতিহাস। ইন্টারন্যাশনাল মাস্টার্স লিগে তাঁর প্রতিটা শট এত নিখুঁত, এত সময়োপযোগী যে বোলারদের মুখে শুধুই হতাশা।
রায়পুরের নীল আকাশ জানে, আজও ঝড় ওঠে সাঙ্গাকারার ব্যাট চিরকুমার। ১৯টা চার! যেন ঝলসে ওঠা আগুন। শেষ বলে একটা ছক্কা, সে তো বিজয়গাথার সিলমোহর! ১৫০ রানের মধ্যে একাই করেছেন ১০৬, তাও অপরাজিত!
পুল করলেন, সুইপ করলেন, কাভার ড্রাইভ করলেন। একদিকে ইংল্যান্ড মাস্টার্স, অন্যদিকে কুমার সাঙ্গাকারা—যেন ব্যাট হাতে একাই লঙ্কার ইতিহাস লিখতে নেমেছেন।
মাঝ উইকেট দিয়ে পাঠালেন বাজপাখির মত, বোলারের হতাশ দৃষ্টি আকাশের দিকে — এই লোকটা তো বয়স মানে না!
১৩ ওভারেই শেষ ইংল্যান্ডের স্বপ্ন, তিন ব্যাটসম্যান মাত্র খেলল লঙ্কানদের হয়ে। বাকি দুজন দর্শকমাত্র! রান রেটের হিসাবের খাতা বন্ধ করে, সাঙ্গাকারা নবযৌবনের গান লিখেছেন। ৯ উইকেট হাতে রেখে জয় নিশ্চিত হয়েছে শ্রীলঙ্কার। সেখানে রমেশ কালুভিতারানা আর আসেলা গুণারত্নের অবদান নামমাত্র।
শেষ বলে ছক্কা! জয় নিশ্চিত! ছক্কায় লেখা টুর্নামেন্টে এক নম্বর স্থানের গল্প। সেই গল্পের নায়ক ব্যাট উঁচিয়ে দাঁড়িয়ে থাকা এক বীর। ৪৭ বছরের শরীরের ভেতর আজও ধুকপুক করছে এক কিশোরের হৃদয়!