সাঞ্জু বসে বসে দেখছেন শুভমানের ব্যর্থতা

এক প্রকার জোর করেই শুভমান গিলকে টি-টোয়েন্টি দলে খেলাচ্ছে ভারত। অন্যদিকে কোন কারণ ছাড়াই কপাল পুড়েছে সাঞ্জু স্যামসনের।

এক প্রকার জোর করেই শুভমান গিলকে টি-টোয়েন্টি দলে খেলাচ্ছে ভারত। অন্যদিকে কোন কারণ ছাড়াই কপাল পুড়েছে সাঞ্জু স্যামসনের। এশিয়া কাপের পর থেকে, একটানা দলে সুযোগ পেয়ে যাচ্ছেন শুভমান। কিন্তু নিজের নামের প্রতি বিন্দুমাত্র সুবিচার করতে পারছেন না। উল্টো বরং চাপ বাড়াচ্ছেন ডানহাতি এই ব্যাটার।

২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পর, ভারতের টি-টোয়েন্টি দলে পরিবর্তন আসে বেশ কিছু। নতুন অধিনায়কের অধীনে একটা নতুন দল নিয়ে হাজির হয় ভারত। সেই দলের ওপেনিংয়ে ছিলেন সাঞ্জু স্যামসন ও অভিষেক শর্মা। এই দুই জনের যুগলবন্দী জমেছিল বেশ।

কিন্তু হুট করে, সর্বশেষ এশিয়া কাপে দলে সংযুক্ত করা হয় শুভমান গিলকে। এর পেছনের কারণটা ছিল তার হাতে তিন ফরম্যাটের অধিনায়কত্ব তুলে দেওয়া। সেই ভাবনা কারণে রীতিমত দলের বোঝায় পরিণত হয়েছেন শুভমান। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচে শুভমান আউট হয়েছেন মাত্র চার রান করে। এই ইনিংস সহ মোট ১৬ ইনিংস আগে তিনি শেষবার হাফসেঞ্চুরির দেখা পেয়েছিলেন টি-টোয়েন্টি ফরম্যাটে।

এশিয়া কাপ থেকে এখন অবধি ১৩টি ম্যাচ খেলেছেন শুভমান। এই সময়ে মাত্র দুইবার তিনি ৪০ বা তার বেশি রান সংগ্রহ করতে পেরেছেন। অর্থাৎ প্রায় অধিকাংশ সময়েই প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়েছেন শুভমান। ২৯ জুন ২০২৪ অর্থাৎ টি-টোয়েন্টি বিশ্বকাপের পর থেকে সাঞ্জু ১৩টি ইনিংসে ওপেনিং পজিশনে খেলেছেন, ভারতের জার্সিতে।

এই সময়কালে  তিনটি আন্তর্জাতিক টি-টোয়েন্টি সেঞ্চুরি তুলে নিয়েছেন সাঞ্জু স্যামসন। তার স্ট্রাইকরেটও ছিল যথেষ্ট প্রশংসনীয়। প্রায় ১৮৩ স্ট্রাইকরেটে ব্যাট চলেছে তার। অন্যদিকে ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালের পর থেকে গিল খেলেছেন ২০ ইনিংস। ১৩৭ এর কাছাকাছি একটা স্ট্রাইকরেটে ব্যাট করেছেন গিল। সেঞ্চুরি নেই, হাফসেঞ্চুরি আছে ২টি।

সাঞ্জুর তুলনায় সাত ম্যাচ বেশি খেলা শুভমানের রানের পার্থক্যও খুব একটা বেশি নয়। সাঞ্জুর ৪১৯ রানের বিপরীতে, শুভমানের সংগ্রহ ৫০৬ রান। অথচ সেই সাঞ্জুকে একাদশেই রাখছে না টিম ইন্ডিয়া। প্রথমে তাকে ওপেনিং থেকে সরিয়ে অন্য পজিশনে খেলানোর চেষ্টা চালানো হয়। ব্যর্থ হওয়ায় এখন সাঞ্জুকে বসে থাকতে হচ্ছে সাইড বেঞ্চে, স্রেফ শুভমানকে টিম ম্যানেজমেন্ট খেলাতে চায় বলে।

লেখক পরিচিতি

রাকিব হোসেন রুম্মান

কর্পোরেট কেরানি না হয়ে, সৃষ্টি সুখের উল্লাসে ভাসতে চেয়েছিলাম..

Share via
Copy link