রাজস্থান রয়্যালস শিবিরে অশান্তি। কোচ রাহুল দ্রাবিড়ের সাথে বনিবনা হচ্ছে না অধিনায়ক সাঞ্জু স্যামসনের। অরুণ জেটলি স্টেডিয়ামের ফ্লাডলাইটের আলোয় সেই শঙ্কাই সামনে হলে এলো। আইপিএলে দানা বাঁধল নতুন বিতর্ক।
ঘটনার সূত্রপাত দিল্লী ক্যাপিটালসের বিপক্ষে সুপার ওভারের ঠিক আগের এক দৃশ্যকে কেন্দ্র করে, যা কি না এখন ভারতের টক অব দ্য টাউন। রাজস্থান রয়্যালসের সিনিয়র ম্যানেজমেন্ট, প্রধান কোচ রাহুল দ্রাবিড়, সহকারী কোচ সাইরাজ বাহুতুলে — সবাই মিলে আলাপ করছেন দলের সাথে। সুপার ওভারের জন্য চূড়ান্ত কৌশল ঠিক করাই লক্ষ্য।

ক্যামেরার লেন্সে ধরা পড়ে এক ঝলক সাঞ্জু স্যামসনও। কিন্তু, তিনি যেন সেখানে থেকেও নেই। সাঞ্জু স্যামসন রাজস্থান রয়্যালসের কৌশলের বাইরের কেউ নন। তবে, তিনি জটলার বাইরে। কে যেন তাঁকে ডাকলেন, তিনি শুনেও না শোনার ভান করলেন। কারও দিকে তাকাচ্ছেন না, কিছু শুনছেন না। মাথা নিচু করে হাঁটছেন, কি যেন ভাবছেন।
ম্যানেজমেন্ট তাঁকে পাত্তাও দিচ্ছে না। চারপাশে ড্রেসিং রুমের উত্তেজনা, অথচ তিনি যেন আলাদা জগতে। স্যোশাল মিডিয়ায় সেই ভিডিও ভাইরাল হল। দলের ভেতরে শান্তি নেই – সেই গুঞ্জন উঠল জোরে সোরেই। তাহলে রাজস্থান রয়্যালস দল থেকে মন উঠে গেছে সাঞ্জুর? ইনজুরি ও ফিটনেস জনিত ইস্যুতে তিনি নিয়মিত অধিনায়কত্বও করতে পারছেন না। তাহলে কি এখন রিয়ান পরাগই রাজস্থানের মূল কান্ডারি?

রাতটা শেষ হলেও, গল্পটা শেষ হয়নি। পরের ম্যাচে লখনৌর বিপক্ষে তিনি দলের বাইরে ছিলেন, ফিটনেস ইস্যু সামনে আসে। দলও হেরে যায় শেষ ওভারে গিয়ে। সম্ভবত পরবর্তী ম্যাচেই নতুন উত্তর মিলবে। অথবা হয়তো না। তবে, উত্তাল স্যোশাল মিডিয়া প্রশ্ন তুলছে, সাঞ্জুর নীরবতা কি কাকতালীয় নাকি ভেতরে ভেতরে ফাটল ধরেছে রাজস্থানের রাজত্বে?










