রিয়াল ডাগআউটে আসছেন কে!

জিনেদিন জিদান রিয়াল মাদ্রিদ ছেড়েছেন। রিয়াল সমর্থকদের মেনে নিতে এখনও কষ্ট হলেও, সত্যিটা এটাই। আগামী মৌসুম জিদানকে ছাড়াই পথ চলতে হবে রিয়ালের। আগেরবার রিয়ালের বিপদে আট মাসের মাথাতেই ফেরত এসেছিলেন জিদান।  এবার তা হওয়ার সম্ভবনা নেই বললেই চলে।

রিয়াল আর জিদানের দ্বিতীয় বিচ্ছেদের প্রভাব বেশ ভালোভাবেই পরতে চলেছে রিয়াল শিবিরে। সে অনুযায়ী প্রশ্ন চলেই আসছে, কে দাঁড়াচ্ছেন তবে রিয়ালের ডাগ আউটে? কে হতে চলেছেন রিয়ালের নতুন কোচ?

রিয়ালের নতুন কোচের তালিকায় আছেন বেশ কজন। শুধু জিনেদিন জিদান নন, বরং ইউরোপের বড় বড় সব ক্লাবেই চলছে কোচ বদলের ধাক্কা। এক ধাক্কায় বদলে যেতে শুরু করেছে ইউরোপের ক্লাবগুলোর হালহকিলত।

সেই ধাক্কায় চাকরিচ্যুত হয়েছেন অনেক হেভিওয়েট কোচ। শেষ পর্যন্ত কে আসছেন রিয়ালে? কোচ হওয়ার দৌঁড়ে আছেন কে কে? চলুন জেনে নেওয়া যাক।

  • ম্যাসিমিলিয়ানো অ্যালেগ্রি

গত দুই মৌসুম ধরে কোচিংয়ের সাথে নেই অ্যালেগ্রি। মিলান-জুভেন্টাসকে লিউগ জিতিয়ে নিজের অবসর উদযাপন করছেন অ্যালেগ্রি। তাই তালিকার শুরুতে তার নামটা আসাই স্বাভাবিক। তবে এটাই প্রথম নয়, জিদান প্রথম মেয়াদে বিদায় নেওয়ার পরই তাকে আনার চেষ্টা চরিত্র করা হয়েছিল।

কিন্তু, তখন অবসর চাচ্ছিলেন অ্যালেগ্রি। সে কারণে রিয়ালের ডাকে সারা দেওয়া হয়নি তার। কিন্তু ২ মৌসুম পরেও কোনো চাকরিতে না ঢুকতে পারা অ্যালেগ্রিকে আনার চেষ্টা করবেন পেরেজ। আর তাতে অ্যালেগ্রি সায় দিলেও দিতে পারেন।

যদিও ইতালিয়ান পত্রিকার দাবি, সেদিক দিয়ে দেরি করে ফেলেছেন পেরেজ। অ্যালেগ্রি ইতোমধ্যে জুভেন্টাসের দায়িত্ব নিয়ে ফেলেছেন, বাকি শুধু আনুষ্ঠানিকতা। কিন্তু ফুটবলে শেষ বলে কিছু নেই, তার শেষ মুহূর্ত পর্যন্ত তার আশাও ছেড়ে দেওয়া যাচ্ছে না।

  • অ্যান্তোনিও কন্তে

মাত্র কয়েকদিন আগে লিগ জিতিয়েছেন ইন্টারকে। নিজের হাতে গড়া জুভেন্টাসের সাম্রাজ্য নিজেই ভেঙ্গে দিয়েছেন। ইন্টারকে নিয়ে যখনই বড় স্বপ্ন দেখা শুরু করবেন কন্তে, ঠিক সেসময়ই ইন্টার থেকে বেরিয়ে আসছেন কন্তে। কারণটা অর্থনৈতিক।

এই মৌসুমে সর্বজয়ী হলেও বিক্রি বেশ কাছকাছি অবস্থানে আছে ইন্টার মিলান। গত দুই মৌসুম ধরেই টাকা জমানোর চেষ্টায় মত্ত তারা। কিন্তু কিছুতেই কিছু হচ্ছে না। তাই নিজেদের সেরা খেলোয়াড়দের বিক্রি করে দিবে ইন্টার। আর নিজের বানানো দলকে হাতছাড়া হতে দেখে ইন্টার ছাড়ছেন কন্তে।

আগের মেয়াদে জিদান চলে যাওয়ার পর কন্তেকেও ভাবা হচ্ছিল রিয়ালের কোচ হিসেবে। কিন্তু সেটি হয়নি। এবার যখন ঘুরে সময় এসেছে কন্তের কাছে, কন্তে মনে হয়না অফারটি ছুড়ে ফেলে দিবেন। সীমিত দল নিয়ে ভালো করার ট্র্যাক রেকর্ড আছে তার, দল রিবিল্ড করতেও পটু তিনি। সে হিসেবে রিয়ালে ভালোই ফিট হবেন কন্তে।

  • মাউরিসিও পচেত্তিনো

রিয়াল মাদ্রিদের পরবর্তী কোচ হিসাবে পেরেজের গুবুকে অনেকদিন ধরেই আছেন মরিসিও পচেত্তিনো। তবে এই জানুয়ারিতেই প্যারিস সেন্ট-জার্মেইনে যোগ দিয়েছিলেন তিনি। কিন্তু ফলাফল হিতে বিপরীত হয়েছে তার জন্য। তাকে দায়িত্ব দিয়ে নিজেরাই লিগ হারিয়ে ফেলেছে।

ফলে প্রশ্ন উঠেছে তার যোগ্যতা নিয়ে। সেই সাথে নেইমারের সাথেও নাকি দ্বন্দ্বে জড়িয়েছেন পচেত্তিনো। আগের কোচ টুখেল দ্বন্দ্বে জড়িয়ে কী ফল পেয়েছেন, তা নিশ্চয় বলে দিতে হবে না কাউকে। সবমিলিয়ে তার চাকরি ছাড়ার সমূহ সম্ভাবনা দেখা যাচ্ছে। ফলে রিয়ালের পছন্দ হিসেবে পচেত্তিনোকে ভাবা অসম্ভব কিছু নয়। বলতে গেলে এই তালিকায় সবচেয়ে বেশি এগিয়ে আছেন এই আর্জেন্টাইন।

  • রাউল গঞ্জালেজ

জিদান যে পথ ধরে এসেছেন রিয়ালে, সে পথের দিশারীই হতে চলেছেন জিদান। জিদানের মতনই রিয়ালের যুব দল কাস্তিয়াকে নিয়ে বেশ ভালো সাফল্য পেয়েছেন রাউল। জিতিয়েছেন যুব চ্যাম্পিয়নস লিগ, কাস্তিয়াকে খেলিয়েছেন প্লে-অফ রাউন্ড। সবমিলিয়ে রাউল গড়ে উঠছেন রিয়ালের যোগ্য কোচ হিসেবেই। সে হিসেবে রিয়ালের কাছের মানুষের হাতেই রিয়ালের দায়িত্ব তুলে দিতে পারেন পেরেজ। সেই সাথে নিজেদের ঘরের মানুষের কাছেই থাকলো দায়িত্ব।

কিন্তু রাউলের ক্ষেত্রে সমস্যা হলো এক্সপেরিয়েন্সের অভাব। জিনেদিন জিদান শুধু কাস্তিয়ার কোচই ছিলেন না, বরং কাজ করেছেন মোরিনহো, আনচেলত্তিদের সাথে। দেখেছেন, শিখেছেন। রাউল সে জায়গায় এসে মানিয়ে নিতে না পারলে অবস্থা হবে সান্তিয়াগো সোলারির মতন। ঘরের ছেলেকে অবদস্থ হতে দেখতে কেউই চাইবেন না নিশ্চয়।

  • জোয়াকিম লো

মাদ্রিদের তালিকায় সারপ্রাইজ প্যাকেজ হিসেবে আছেন জোয়াকিম লো। ১৩ বছর ধরে জার্মানির ডাগ আউটে থাকা লো চাকরি ছাড়ছেন ২০২০ ইউরোর পরেই। তার জায়গায় হ্যান্সি ফ্লিককে নিয়োগ দেওয়াও শেষ জার্মানির। ফলে ইউরো শেষেই বেকার হয়ে যাবেন লো। সে হিসেবে রিয়ালের জন্য ভালো চয়েজ হতে পারেন লো।

তবে এত বছর ক্লাবে কোচিং না করানো লো কতটা মানিয়ে নিতে পারবেন রিয়ালে এসে, রিয়ালে এসে প্রেশার সামলাতে পারেন কীনা, সেটাই একটা প্রশ্ন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link