মাহমুদুল হাসান জয়ের ব্যাটিং নৈপুণ্যে ও নাহিদুল ইসলামের বোলিং দাপটে ফরচুন বরিশালকে ৬৩ রানে হারিয়ে বিপিএলের এবারের আসরে টানা দ্বিতীয় জয় তুলে নিয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। অপরদিকে, তিন ম্যাচে দ্বিতীয় হারের দেখা পেলো সাকিবের বরিশাল।
১৫৯ রানের লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে মাত্র ৭ রানেই ২ উইকেট হারিয়ে বিপাকে পড়ে বরিশাল। সৈকত আলি শূন্য ও সাকিব ফিরেন মাত্র ১ রানে। এরপর তৃতীয় উইকেটে নাজমুল শান্তর সাথে ২৭ রানের জুটির পথে ১৪ বলে ১৯ রান করে করিম জানাতের বলে বোল্ড হয়ে ফিরেন তৌহিদ হৃদয়। দ্রুতই ফিরেন ক্যারিবিয়ান জায়ান্ট ক্রিস গেইলও! ৪৫ রানে ৪ উইকেট হারিয়ে ব্যাকফুটে তখন বরিশাল।
এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ম্যাচ থেকে পুরোপুরি ছিটকে যায় বরিশাল। ব্যাটারদের চরম ব্যর্থতায় ১৫ বল বাকি থাকতে মাত্র ৯৫ রানেই গুড়িয়ে যায় ফরচুন বরিশাল। শান্ত, হৃদয় ও সোহান ছাড়া কেউই পেরোতে পারেনি দুই অঙ্কের কোটা। শান্ত দলের পক্ষে সর্বোচ্চ ৩৬ রান করেন।
টসে হেরে ব্যাটিংয়ে নেমে ওপেনিং জুটিতেই ঝড়ো ব্যাটিংয়ে ৩৩ রানের জুটি গড়েন ক্যামেরন ডেলপোর্ট ও মাহমুদুল হাসান জয়। এরপর দলীয় ৩৩ রানে ১৩ বলে ১৯ রানে ফিরেন ডেলপোর্ট। দ্রুতই সাকিবের শিকার হয়ে আউট হন ফাফ ডু প্লেসিস। বড় ইনিংসের সসম্ভাবনা দেখালেও অধিনায়ক ইমরুল কায়েস ফিরেন ১১ বলে ১৫ রানে।
৭১ রানে ৩ উইকেট নেই কুমিল্লার। একপ্রান্তে বেশ দুর্দান্ত খেলছিলেন জয়। চতুর্থ উইকেটে মুমিনুল হক সাথে গড়েন ৪৪ রানের জুটি। এই জুটিতে বড় সংগ্রহের ইঙ্গিত দিলেও ১ ওভারের ব্যবধানে জয় ও মুমিনুলকে হারালে কুমিল্লার সংগ্রহ দাঁড়ায় ৫ উইকেটে ১১৭ রান।
এরপর মাহিদুল অঙ্কন, নাহিদুল ইসলামরা যোগ্য সমর্থন দিতে না পারলেও করিম জানাতের ১৬ বলে ৩ ছক্কা ও ১ চারে ২৯ রানের ক্যামিওতে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১৫৮ রান সংগ্রহ করে কুমিল্লা ভিক্টোরিয়ানস। বরিশালের পক্ষে ব্রাভো ৩টি ও সাকিব শিকার করেন ২ উইকেট।
- সংক্ষিপ্ত স্কোর
কুমিল্লা ভিক্টোরিয়ানস – ১৫৮/৭ (২০ ওভার); জয় ৪৮(৩৫), করিম ২৯(১৬), মুমিনুল ১৭(২৩); ব্রাভো ৪-০-৩০-৩, সাকিব ৪-০-২৫-২, লিনলট ৪-০-১৮-১।
ফরচুন বরিশাল – ৯৫/১০ (১৭.৩ ওভার); শান্ত ৩৬(৪৭), তৌহিদ হৃদয় ১৯(১৪), সোহান ১৭(১৪); নাহিদুল ৪-১-৫-৩, তানভীর ৪-০-১৯-২, করিম ৪-০-২৬-২।
ফলাফল: কুমিল্লা ভিক্টোরিয়ানস ৬৩ রানে জয়ী।