ভারতের কোচের কাজ সহজ, শেবাগের লক্ষ্য তাই আইপিএল

রাহুল দ্রাবিড়ের পর বিরাট কোহলি, রোহিত শর্মাদের দায়িত্ব নিয়েছেন তাঁরই এক সময়ের সতীর্থ গৌতম গম্ভীর। সেটা নিয়েও কথা বলেছেন শেবাগ, জানিয়েছেন বর্তমান পরিস্থিতিতে কিছুটা হলেও সহজ হবে গম্ভীরের কাজ করাটা।

কোচ হিসেবে নতুন ক্যারিয়ার সাজানোর ইচ্ছে প্রকাশ করেছেন বীরেন্দর শেবাগ, ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) কোন ফ্রাঞ্চাইজি আগ্রহী হলে এবং দুই পক্ষের সম্মতি থাকলেই হয়তো কোন দলের ডাগ আউটে দেখা যাবে তাঁকে। কিন্তু প্রস্তাব যদি আসে ভারতীয় ক্রিকেট দলের কোচ হওয়ার? সেক্ষেত্রে অবশ্য ‘না’ করেন দিবেন তিনি।

কিন্তু এই দ্বিমুখী মনোভাব, এর মূল কারণ সাবেক এই ক্রিকেটার নিজেই ব্যাখ্যা করেছেন। আইপিএল মাত্র দুই মাসের একটা টুর্নামেন্ট, তাই ওয়ার্ক-লাইফ ভারসাম্য ঠিক রাখতে সমস্যা পোহাতে হবে না। অথচ ভারতীয় দল বছরের প্রায় সময় ব্যস্ত থাকে যা বেশ ক্লান্তিকর একজন কোচের জন্য।

তিনি বলেন, ‘ভারতীয় দলের কোচ নয়, তবে আইপিএলের কোন দল যদি আগ্রহী থাকে তাহলে আমি অবশ্যই ভেবে দেখব। কোচ বা মেন্টরের কোন পদ যদি শূন্য থাকে আমি সেই দায়িত্ব নিতে রাজি। কিন্তু যদি আমি ভারতের কোচ হই তাহলে একই রুটিনে ফিরে যেতে হবে যেটা আমি পনেরো বছর ধরে অনুসরণ করেছিলাম একটা সময়।’

এই কিংবদন্তি আরও বলেন, ‘আমার দুটো বাচ্চা আছে, দুজনেই দিল্লির হয়ে ক্রিকেট খেলে। তাঁদের প্রয়োজন আছে আমাকে; তাঁদের থেকে দূরে থাকাটা চ্যালেঞ্জিং হবে আমার জন্য। অথচ ভারতীয় দলের সঙ্গে থাকলে আট-নয় মাস বাইরে বাইরে থাকতে হবে। আমি আমার পরিবারকে সময় দিতে পারব না।’

রাহুল দ্রাবিড়ের পর বিরাট কোহলি, রোহিত শর্মাদের দায়িত্ব নিয়েছেন তাঁরই এক সময়ের সতীর্থ গৌতম গম্ভীর। সেটা নিয়েও কথা বলেছেন শেবাগ, জানিয়েছেন বর্তমান পরিস্থিতিতে কিছুটা হলেও সহজ হবে গম্ভীরের কাজ করাটা।

তিনি বলেন, ‘মরকেল, অভিষেকরা থাকায় আমার মনে হয় কাজটা খুব বেশি চ্যালেঞ্জিং হবে না। তাছাড়া দল সম্প্রতি টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছে, ক্রিকেটাররা জানে কার কি করতে হবে। তাঁদের জয়ের ক্ষুধাও বেড়েছে। এবং গম্ভীর তো আছেই সবাইকে সাহায্য করার জন্য।’

Share via
Copy link