শাদাব খান, পাকিস্তানের নয়া অধিনায়ক

হয়ত খানিকটা পরিবর্তনের পরিকল্পনা হাতে নিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। আবার ভিন্ন কোন পরিকল্পনাও থাকতে পারে দেশটির ক্রিকেট বোর্ডের। কেননা আসন্ন আফগানিস্তান সিরিজকে সামনে রেখে নতুন অধিনায়ক নিযুক্ত করেছে পিসিবি। আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের জন্য শাদাব খানের নেতৃত্বে ১৫ সদস্য বিশিষ্ট দল ঘোষণা করেছে তারা।

বেশ লম্বা সময় ধরেই পাকিস্তান ক্রিকেটে সাদা বলে সহ-অধিনায়কের দায়িত্ব পালন করছেন শাদাব। সেই শাদাবের কাঁধেই তুলে দেওয়া হয়েছে এবারের পুরো দলের দায়িত্ব। দলের নিয়মিত অধিনায়ক বাবর আজমকে বিশ্রাম দিয়েছেন নির্বাচকরা। সেদিক বিবেচনায় সবচেয়ে ভাল বিকল্পই ছিলেন শাদাব।

পাকিস্তান ক্রিকেটের নিয়মিত মুখ শাদাব খান। ব্যাটে-বলে দারুণ নৈপুণ্যে তিনি দলের জয়ে অধিকাংশ সময়েই রেখেছেন ভূমিকা। মারকুটে ব্যাটিং ও লেগ স্পিনের ঘূর্ণির মিশেলে কার্যকর এক অলরাউন্ডার তিনি। পরীক্ষিত খেলোয়াড় শাদাবকে এবার নিতে হবে নতুন চ্যালেঞ্জ। ১৫ সদস্যের এই দলে রয়েছে বেশকিছু চমক। চারজন নবাগত ক্রিকেটারকে রাখা হয়েছে স্কোয়াডে। নতুন পেস সেনসেশন ইহসানুল্লাহ তরুণ টপ অর্ডার ব্যাটার সায়েম আইয়ুব রয়েছেন দলে। এছাড়াও তায়েব তাহির ও জামান খান রয়েছেন দলে।

তাদের সাম্প্রতিক পাকিস্তান সুপার লিগের পারফরমেন্সের পুরষ্কার হিসেবেই সুযোগ মিলেছে জাতীয় দলের শিবিরে। এছাড়া ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালের দলে থাকা নয় জন খেলোয়াড় নানা কারণে রয়েছেন এই তালিকার বাইরে। এরমধ্যে বাবর আজম ছাড়াও, ফখর জামান, মোহাম্মদ রিজওয়ান, হারিস রউফ ও শাহীন শাহ আফ্রিদিকে বিশ্রাম দেওয়া হয়েছে বোর্ডের পক্ষ থেকে। দলের গুরুত্বপূর্ণ এই খেলোয়াড়দের অবর্তমানে দল কেমন করে সেটাই এখন দেখার পালা।

অবশ্য এই দল ঘোষণার সময়ই এমন বার্তা দিয়ে রেখেছেন বোর্ড সভাপতি নাজাম শেঠি ও প্রধান নির্বাচক হারুন রশিদ। দলের পরিকল্পনার পুরোটাই ভবিষ্যতকে মাথায় রেখে। তবে যেহেতু আফগানিস্তানের সাথে পাকিস্তানের রেকর্ড বেশ সমৃদ্ধ, সেহেতু দল বেশ দাপট দেখাবে সেটাই যেন প্রত্যাশিত। এখন অবধি তিনটি টি-টোয়েন্টি ও চারটি ওয়ানডে ম্যাচ খেলেছে আফগানরা। সেখানে জয়ের পাল্লা ভারি পাকিস্তানের। প্রথমবারের মত দ্বিপাক্ষিক সিরিজ খেলতে চলেছে আফগানিস্তান ও পাকিস্তান।

নিশ্চয়ই টালমাটাল থাকা আফগানিস্তান ক্রিকেটের জন্য এই সিরিজটি বেশ ফলপ্রসূ হতে পারে। নতুন করে সাজানো দলটাকে হারানোর একটা প্রচেষ্টায় সফলতা এসে ধরা দিতে পারে আফগানদের হাতে। সেই সুযোগটি হাতছাড়া করতে চাইবে না আফগানরা। অন্যদিকে, শাদাব খান নিশ্চয়ই নিজের অধিনায়কত্বের শুরুটায় বাজে কোন রেকর্ড দিয়ে শুরু করতে চাইবেন না। সে প্রত্যাশা অবশ্য নাজাম শেঠিও রেখেছেন।

  • আফগানিস্তানের বিপক্ষে পাকিস্তানের টি-টোয়েন্টি দল: শাদাব খান (অধিনায়ক), আবদুল্লাহ শফিক, আজম খান, ফাহিম আশরাফ, ইফতেখার আহমেদ, ইহসানউল্লাহ, ইমাদ ওয়াসিম, মোহাম্মদ হারিস, মোহাম্মদ নওয়াজ, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, নাসিম শাহ, সায়েম আইয়ুব, শান মাসুদ, তায়েব তাহির, জামান খান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link