বলিউড সুপারস্টার শাহরুখ খানের হাত ধরে পুনরায় স্বাভাবিক জীবনে ফিরেছিলেন পাকিস্তানের ‘দ্য কিং অব’ সুইং খ্যাত ওয়াসিম আকরাম। মাদকাসক্ত ওয়াসিম আকরামকে স্বাভাবিক ক্রিকেটীয় জীবন ফিরিয়ে দেন বলিউড বাদশাহ।
আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানানোর পরই মাদকাসক্ত হয়ে পড়েছিলেন পাকিস্তানের কিংবদন্তি বোলিং জিনিয়াস ওয়াসিম আকরাম। তিনি কোকেনে আসক্ত হয়ে পড়েন। সেখান থেকে তাকে স্বাভাবিক জীবনে ফেরাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন বলিউড সুপারস্টার ‘শাহরুখ খান।
১৮ বছরের দীর্ঘ খেলোয়াড়ী জীবনের পুরোটা সময় ২২ গজে বিশ্বের নামি-দামি সব ব্যাটসম্যান দের খাবি খাইয়েছেন তিনি। তার হাত থেকে রেহাই পায়নি শচীন, দ্রাবিড়, ব্রায়ান লারা, রিকি পন্টিং সহ বিশ্ব ক্রিকেটের সব রথী মহারথীরা।
তবে এতো সব অর্জন, এতো সব নাম-যশই যেন কাল হয়ে দাড়িয়েছিল তারজন্য। অবসরের পর থাকতেন ইংল্যান্ডের ম্যানচেস্টারে, নিয়মিত যেতেন পার্টিতে, আর সেখানেই শুরু হয় কোকেন আসক্তি। অল্প সময়েই ডুবে যান নেশার ছায়াতলে।
নিজের আত্মজীবনী ‘সুলতান – দ্যা মেমোইর’ – তিনি জানান কোকেন তাকে কোথায় এনে দাঁড় করিয়ে ছিলো। একদিন সেই কোকেনের প্যাকেট হাতেই ধরা পড়েন প্রিয়তমা স্ত্রী হুমায়ার কাছে, শুরু হয় পারিবারিক অশান্তি, তাকে পাঠানো হয় লাহোরের রিহ্যাবে সেন্টারে। সেখানে ডাক্তারদের পরামর্শ আর জীবনসঙ্গিনীর পরম যত্নে সেরেও উঠেন তিনি। তবে কিছু তেই যেন পাচ্ছিলেন নাহ হারানো সেই জৌলুশ আর খ্যাতি।
ঠিক তখনই ত্রাতা হয়ে এসেছিলেন আইপিএলের দল কলকাতা নাইট রাইডার্সের মালিক বলিউড তারকা শাহরুখ খান। কলকাতার বোলিং কোচ হিসেবে তাকে নিয়োগ দেন তিনি। শাহরুখের দলের দায়িত্ব পেয়েই ওয়াসিম আকরাম যেন নিজেকেই নতুন করে আবিষ্কার করেছিলেন।
আর ঠিক সেজন্যই শাহরুখের প্রতি কতৃজ্ঞতা জানাতে কখনোই ভোলেন নাহ ওয়াসিম। ২০১০ সালে কেকেআরে যোগ দেন ওয়াসিম আকরাম। ২০১৫ সাল পর্যন্ত তিনি এই দলে ছিলেন। শাহরুখের সেই ঋণ ভুলেননি ওয়াসিম। পর্দার নায়ক শাহরুখ যেভাবে ওয়াসিমের জীবনের নায়ক হয়েছিলেন তা হয়তো মোটা অক্ষরে লিখা থাকবে মহাকালের পাতায়।