হারতে হারতে পিঠ দেয়ালে ঠেকেছে পাকিস্তান দলের, অস্ট্রেলিয়ার বিপক্ষে তাঁদের মাটিতে ৩-০ ব্যবধানে সিরিজ হারের পর বাংলাদেশের বিপক্ষেও প্রথম টেস্টে হেরে বসেছে তাঁরা। মাঠের পারফরম্যান্সের যখন এমন অবস্থা, তখন মাঠের বাইরেও বিতর্কের জন্ম দিচ্ছে ক্রিকেটাররা। রাওয়ালপিন্ডি টেস্টেই কাঁধ থেকে অধিনায়কের হাত সরিয়ে দিয়েছেন শাহীন শাহ আফ্রিদি, যা দলীয় কোন্দলকে আরো স্পষ্ট করেছে।
দ্বিতীয় ইনিংসে স্বাগতিকরা মাত্র ১৪৬ রানে গুটিয়ে যাওয়ায় বাংলাদেশের সামনে লক্ষ্য দাঁড়িয়েছিল স্রেফ ৩০ রান; টাইগারদের জয় যখন নিশ্চিত তখন বাকি আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে মাঠে নামে দুই দল। সে সময়েই বাঁধে বিপত্তি!
অধিনায়ক শান মাসুদ কিছু একটা বলার জন্য পেসার শাহীন শাহর কাঁধে হাত রেখেছিলেন। কিন্তু শাহীন সেই হাত সরিয়ে দেন। ক্যামেরার লেন্সে সেই দৃশ্য ধরা পড়তেই নজরে পড়ে দর্শকদের। এরপর মুহূর্তের মাঝে সেই দৃশ্যটা ছড়িয়ে পড়ে সর্বত্র, ফলে নেট দুনিয়ায় কারোই আর অজানা থাকেনি শাহীন ও মাসুদের এই ঘটনা।
পাকিস্তানের ড্রেসিংরুমে গ্রুপিংয়ের যে বদনাম রয়েছে সেটাই আরো একবার সামনে চলে এলো। দলে থাকা ক্রিকেটারদের মধ্যে যে ঐক্য নেই সেটাই প্রমাণ হলো আরেক বার। ফলে টিম ম্যানেজম্যান্টকেও পড়তে হয়েছে সমর্থকদের তোপের মুখে।
২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের পর থেকেই মূলত ক্রিকেটাঙ্গনে ছড়িয়ে পড়েছে এসব গুঞ্জন। পাকিস্তান দলের কোন কোন সদস্য আরেক সদস্যের সঙ্গে কথাও বলেন না এমন তথ্যও ফাঁস হয়েছিল। আলোচিত ভিডিও ক্লিপ যেন এই উত্তপ্ত আগুনে ঘি ঢেলেছে।
মূলত অধিনায়কত্ব ইস্যুতে বোর্ডের নাটকীয়তার পর থেকেই ড্রেসিংরুমের শৃঙ্খলা নষ্ট হয়ে গিয়েছে। যদিও মাঠের পারফরম্যান্স ঠিক থাকলে এসব খুব একটা গায়ে মাখতো না কেউই। কিন্তু মাঠের খেলাতেও একদম ছন্নছাড়া বাবর, রিজওয়ানরা।