চোটের মেঘ কাটছে শাহীন আফ্রিদির আকাশে

দীর্ঘদিন ধরেই যে শঙ্কা ঘিরে রেখেছিল শাহিন শাহ আফ্রিদির ফিটনেসকে, সেই উদ্বেগ অনেকটাই হালকা হয়েছে বাঁহাতি এই পেসারের সর্বশেষ আপডেটে। হাঁটুর চোট থেকে দ্রুত সেরে ওঠার ইঙ্গিত দিয়েছেন তিনি নিজেই, যা বিশ্বকাপে তাঁর অংশগ্রহণের সম্ভাবনাকে আরও উজ্জ্বল করে তুলেছে।

টি-টোয়েন্টি বিশ্বকাপ সামনে রেখে পাকিস্তান ক্রিকেট শিবিরে স্বস্তির নি:শ্বাস। দীর্ঘদিন ধরেই যে শঙ্কা ঘিরে রেখেছিল শাহীন শাহ আফ্রিদির ফিটনেসকে, সেই উদ্বেগ অনেকটাই হালকা হয়েছে বাঁহাতি এই পেসারের সর্বশেষ আপডেটে। হাঁটুর চোট থেকে দ্রুত সেরে ওঠার ইঙ্গিত দিয়েছেন তিনি নিজেই, যা বিশ্বকাপে তাঁর অংশগ্রহণের সম্ভাবনাকে আরও উজ্জ্বল করে তুলেছে।

সাম্প্রতিক এমআরআই পরীক্ষার ফলাফলে ইতিবাচক অগ্রগতি ধরা পড়েছে বলে জানা গেছে। চিকিৎসকদের মূল্যায়ন অনুযায়ী, চোটের জটিলতা আগের ধারণার মতো গুরুতর নয়। এর ফলে আফ্রিদির পুনর্বাসনের সময়সীমাও স্বাভাবিকভাবেইই এগিয়ে এসেছে।

বিগ ব্যাশ লিগে ব্রিসবেন হিটের হয়ে খেলতে নেমে ফিল্ডিং করার সময় হাঁটুতে আঘাত পান শাহীন। সেই চোটের কারণে তিনি মাঝপথেই টুর্নামেন্ট ছাড়তে বাধ্য হন এবং চিকিৎসা ও পুনর্বাসনের জন্য দেশে ফিরে লাহোরের হাই পারফরম্যান্স সেন্টারে যোগ দেন।

নিজের শারীরিক অবস্থা নিয়ে কথা বলতে গিয়ে শাহিন জানিয়েছেন, পুনর্বাসন প্রক্রিয়া নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে পাকিস্তান ক্রিকেট বোর্ডের মেডিকেল টিম। আপাতত জিম সেশন ও ব্যাটিং অনুশীলনে মনোযোগ দিচ্ছেন তিনি। আগামী সপ্তাহ থেকেই বোলিং অনুশীলন শুরু করার পরিকল্পনা রয়েছে তাঁর।

ক্রিকইনফোকে দেওয়া বক্তব্যে শাহীন বলেন, ‘এই চোটটি আগের ইনজুরিগুলোর মতো গুরুতর নয়।’ হাড়ে সামান্য ফোলাভাব থাকলেও এমআরআই রিপোর্ট তাঁকে স্বস্তি দিয়েছে। তাঁর ধারণা, পুরোপুরি ফিরতে এক মাস নয় বরং এক সপ্তাহের কাছাকাছি সময়ই যথেষ্ট হতে পারে।

এই ইনজুরির গল্প শাহীন আফ্রিদির ক্যারিয়ারে নতুন নয়। ২০২১ সালে শ্রীলঙ্কায় একটি টেস্ট ম্যাচে ফিল্ডিং করার সময় পাওয়া হাঁটুর চোট তাঁকে দীর্ঘ সময় মাঠের বাইরে রেখেছিল। অস্ত্রোপচারের পর ধাপে ধাপে তাঁর প্রত্যাবর্তন নিশ্চিত করেছিল পাকিস্তান দল, যা তাঁর ক্যারিয়ারের এক কঠিন অধ্যায় হিসেবেই বিবেচিত হয়।

তবে চলমান বিবিএলে তাঁর পারফরম্যান্স ছিল হতাশাজনক। ব্রিসবেন হিটের হয়ে চার ম্যাচে মাত্র দুটি উইকেট নিতে পেরেছিলেন তিনি, প্রচুর রান খরচের ফলে তাঁর উইকেট প্রতি গড় ছিল ৭৬.৫০।

উল্লেখযোগ্য বিষয় হলো, চোট পাওয়ার আগেই জানুয়ারি ৭ থেকে ১১ তারিখ পর্যন্ত শ্রীলঙ্কার বিপক্ষে অনুষ্ঠিতব্য তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের দলে শাহীন আফ্রিদির নাম রাখেনি পাকিস্তান ক্রিকেট বোর্ড।

সব মিলিয়ে, চোটের ধাক্কা সামলে ধীরে ধীরে ঘুরে দাঁড়ানোর পথে শাহিন শাহ আফ্রিদি। এখন দেখার বিষয়, এই প্রত্যাবর্তন কতটা দ্রুত তাঁকে আবারও পাকিস্তানের পেস আক্রমণের মূল স্তম্ভ হিসেবে দাঁড় করাতে পারে।

লেখক পরিচিতি

ক্রীড়াচর্চা হোক কাব্য-কথায়!

Share via
Copy link