বর্তমানে পাকিস্তান দলের সেরা বোলার ভাবা হয় শাহীন শাহ্ আফ্রিদিকে। বিপক্ষ দলের টপ অর্ডার ব্যাটারদের জন্য ত্রাস এই বামহাতি সুইং বোলার। তবে সাম্প্রতিক সময়ে তাঁর অনুপযুক্ত আচরণ কোচ এবং বোর্ড কর্মকর্তাদের বিরক্ত করেছে। যার ফলে শাহীনের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার সম্ভাবনা রয়েছে।
সূত্রানুযায়ী সম্প্রতি ইংল্যান্ড সফরে হেডিংলিতে অনুশীলনের সময় আফ্রিদির অসদাচরণ বিশেষভাবে লক্ষ্যণীয় ছিল। ব্যাটিং কোচ মোহাম্মদ ইউসুফ উল্লেখ করেছিলেন যে আফ্রিদি অনেক বেশি নো বল করছিলেন। যার প্রতিক্রিয়ায় বাঁহাতি পেসার কটুভাবে বলেছিলেন, ‘ আমাকে এখন অনুশীলন করতে দিন এবং মাঝখানে কথা বলবেন না।’ এই মতবিনিময়ের ফলে উভয়ের মধ্যে উত্তপ্ত সংঘর্ষ হয়।
এই ঘটনার পর আফ্রিদিকে টিম ম্যানেজমেন্ট তিরস্কার করেছিল। পরবর্তীতে পুরো দলের সামনে ইউসুফের কাছে ক্ষমা চেয়েছিলেন তিনি। ফলে সেই বিষয়টি খারিজ হয়ে যায়।
তবে সুত্রগুলি নির্দেশ করে যে দলের মধ্যে শৃঙ্খলা বজায় রাখার দায়িত্ব ম্যানেজারদের উপর রয়েছে। কিন্তু আফ্রিদির এমন অসদাচরণের বিরুদ্ধে কেনো কোনও ব্যবস্থা নেওয়া হয়নি, তা নির্ধারণের জন্য তদন্ত চলছে। তদন্তটি দলের মধ্যে খেলোয়াড়দের দলাদলির দিকেও নজর দিচ্ছে। যা একটি নেতিবাচক পরিবেশে সৃষ্টি করছে।
কোচরাও কিছু খেলোয়াড়দের মধ্যে অপ্রয়োজনীয় মনোভাবের কথা জানিয়েছে। যা দলের পরিবেশকে আরও খারাপ করছে। এই অভ্যন্তরীণ দ্বন্দ্ব এবং খেলোয়াড়দের মধ্যে শৃঙ্খলার অভাব দলের ম্যানেজমেন্টের জন্য উল্লেখযোগ্য উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।
সূত্র থেকে আরও জানা যায় যে আসন্ন বাংলাদেশের বিপক্ষে দুই টেস্টের জন্য আফ্রিদিকে বিবেচনায় নাও আনতে পারে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। এছাড়াও দুই থেকে তিনজন সিনিয়র খেলোয়াড়কেও বিশ্রাম দেওয়া হতে পারে।
বাংলাদেশের বিপক্ষে হোম সিরিজে, ঘরোয়া ক্রিকেটে ভাল করা খেলোয়াড়দের সুযোগ দেওয়ার পরিকল্পনা আছে পিসিবির। আসন্ন দুই টেস্ট ম্যাচের প্রস্তুতির জন্য একটি প্রশিক্ষণ ক্যাম্পেরও আয়োজন করেছেন তাঁরা।