শাহিন-রউফ মিলে করাচিকে দিলেন উপহার

রিশাদ হোসেন এলেন, বল করলেন এবং উইকেট নিলেন। তবুও দিনশেষে থাকলেন পরাজিত সৈনিক হয়ে।শাহিন আফ্রিদি এবং হ্যারিস রউফের রান দেওয়ার লড়াইয়ে শেষ পর্যন্ত জয়টা পেল করাচি কিংস। ক্রিকেট মাঠে সবই সম্ভব। হেরে যাওয়া ম্যাচটাতেও অবিশ্বাস্য কামব্যাক করা যায় বলেই তো ক্রিকেট অনিশ্চয়তার খেলা।

রিশাদ হোসেন এলেন, বল করলেন এবং উইকেট নিলেন। তবুও দিনশেষে থাকলেন পরাজিত সৈনিক হয়ে।শাহিন আফ্রিদি এবং হ্যারিস রউফের রান দেওয়ার লড়াইয়ে শেষ পর্যন্ত জয়টা পেল করাচি কিংস। ক্রিকেট মাঠে সবই সম্ভব। হেরে যাওয়া ম্যাচটাতেও অবিশ্বাস্য কামব্যাক করা যায় বলেই তো ক্রিকেট অনিশ্চয়তার খেলা।

শুরুতে করাচি কিংসের আমন্ত্রণে ব্যাটিংয়ে আসে লাহোর।ফখর জামান এবং মোহাম্মদ নাইমের তাণ্ডবে বড় সংগ্রহের পথেই ছিল লাহোর কালান্দার্স।তাদের ব্যাটিং ঝড় থামায় বৃষ্টি। প্রায় দুই ঘণ্টারও বেশি খেলা বন্ধ থাকার পর শুরু হয় ১৫ ওভারের লড়াই। নির্ধারিত ওভার শেষে ৮ উইকেট হারিয়ে লাহোর স্কোরবোর্ডে তোলে ১৬০ রান। রানটা আরেকটু বেশি হতে পারত, তবে আব্বাস আফ্রিদির ৩ ওভারে ২৭ রান দিয়ে চার উইকেটের স্পেলটা সে সুযোগ রাখেনি।

জবাবে ব্যাট করতে নেমে দারুণ শুরু করে করাচি , তিন ওভারেই সংগ্রহ করে ৪০ রান । দুই ওভারের ব্যবধানে ওয়ার্নার এবং শেইফার্ট ফিরে গেলেও ম্যাচের লাগাম তখনও করাচির হাতে।

ঠিক তখনই রিশাদের জাদু, ফিরে যেতে হয় ভয়ংকর হতে থাকা জেমস ভিন্সকে। টানা তিন ম্যাচ ডাগআউটে বসে বোধহয় এই অপেক্ষাটাই করছিলেন রিশাদ। প্রথম ওভারে সাত রান খরচায় তুলে নেন উইকেট। স্পেলটা শেষপর্যন্ত দাঁড়ায় ৩ ওভারে ২৮ রান দিয়ে ১ উইকেট।

এ পর্যন্ত সব ঠিকঠাকই ছিল। করাচি কিংস তখন কোনঠাসা হয়ে পড়েছে। শেষ তিন ওভারে ৪৮ রানের সমীকরণ ততক্ষণে অনেকটাই নিশ্চিত করেছে লাহোরের সম্ভাবনা। কিন্তু ভাবনার শেষেই যে গল্পের শুরুটা হয়।
আর গল্পের নায়কটা ছিলেন ইরফান খান নিয়াজি।

শাহিন শাহ আফ্রিদির করা বল একের পর এক সীমানাছাড়া করতে থাকেন নিয়াজি। ওই ওভার থেকে আসে ২১ রান। অর্থাৎ টার্গেটটা দাঁড়ায় ২ ওভারে ২৭। আর এখানেই ভিলেন হয়ে আসেন হ্যারিস রউফ।তার এক ওভারে ২০ রান নিয়ে দলের জয়টা নিশ্চিত করে ফেলে করাচির ব্যাটাররা। শেষমেশ তিন বল হাতে রেখেই চার উইকেটের জয় পায় করাচি কিংস। তাই তো রউফ-আফ্রিদির ভিলেন হওয়ার দিনে অনেকটা মলিন হয়ে যায় রিশাদের পারফরম্যান্স।

লেখক পরিচিতি

প্রত্যয় হক কাব্য

স্বপ্ন লেখার কি-বোর্ড

Share via
Copy link