প্রকোপের একদম শুরুর দিক থেকে করোনা ভাইরাসের বিরুদ্ধে শুরু হয়েছিল শহীদ আফ্রিদি ও তাঁর ফাউন্ডেশনের লড়াই। অথচ, সেই আফ্রিদিও নিজেকে সংক্রমণ থেকে দূরে রাখতে পারেননি। কোভিড ১৯-এ আক্রান্ত হয়েছেন সাবেক এই অধিনায়ক।
আক্রান্ত হবার পর চিকিৎসকের পরামর্শ অনুযায়ী, আইসোলেশনে আছেন তিনি। পরিবারের সদস্যদের থেকে আলাদা থাকছেন আফ্রিদি। নিজের সুস্থতা ও পরিবারের মঙ্গলের কথা চিন্তা করেই আলাদা থাকছেন তিনি। তবে, সময়টা তাঁর জন্য সহজ নয়, আইসোলেটেড অবস্থায় নিজের সন্তানদের খুব বেশি মিস করছেন তিনি।
সাামজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের লাইভে এসে আফ্রিদি নিজেই এ কথা জানান। তিনি বলেন, ‘আমি এখন অনেক ভালো আছি। একা থাকার কারনে আমার সন্তানদের মিস করছি।’
হঠাৎ করেই গত কয়েকদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব উঠে, আফ্রিদির শারীরিক অবস্থা খারাপের দিকে। এ খবর শুনে নিজের শারীরিক অবস্থা জানাতেই লাইভে আসেন আফ্রিদি।
লাইভে তিনি বলেন, ‘এই ভিডিওটি করছি কারণ গত কয়েকদিনে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখতে পেলাম, আমার শারীরিক অবস্থা খারাপ হচ্ছে, এমন গুজব উঠেছে। এসব কথা সত্যি নয়। তবে এটি ঠিক, প্রথম কয়েকদিন অবস্থা খারাপ ছিল। কিন্তু গত কয়েকদিনে আল্লাহর রহমতে অনেক ভাল আছি, সুস্থ আছি।’
লাইভে করোনা আক্রান্তদের সাহস দিয়েও বার্তা দিয়েছেন আফ্রিদি। তিনি বলেন, ‘করোনাভাইরাস সম্পর্কে আতঙ্কিত হওয়ার কিছু নেই। আপনি নিজে যতক্ষণ পর্যন্ত লড়াই করবেন, তখন আপনাকে হারাতে পারবে না। প্রথম দিকের দিনগুলো আমার জন্য খুব কঠিন ছিলো।’