Social Media

Light
Dark

বিসিসিআইয়ের বৈঠকে দ্বন্দ্বে জড়ালেন শাহরুখ

কিং অব রোম্যান্স – বলিউড বাদশাহ শাহরুখ খানকে এই নামেই চেনে গোটা দুনিয়া। কিন্তু, একবার তিনি ক্ষেপে গেলেই মুশকিল। এবার সেই ঘটনাই ঘটল ভারতীয় ক্রিকেটের অন্দরমহলে।

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) আগামী আসরকে কেন্দ্র করে গত বুধবার আলোচনায় বসেছিল বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই) এবং সব ফ্রাঞ্চাইজির প্রতিনিধিরা। কিন্তু সেই অভিজ্ঞতা মোটেই সুখকর হল না, কলকাতা নাইট রাইডার্সের মালিক শাহরুখ খান আর পাঞ্জাব কিংসের কো-ওনার নেস ওয়াদিয়া জড়িয়ে পড়েছিলেন বাকবিতণ্ডায়। ফলে কিছুক্ষণের জন্য একটা বিব্রতকর পরিস্থিতি তৈরি হয়েছিল।

প্লেয়ার রিটেনশন, মেগা নিলাম, ইম্প্যাক্ট প্লেয়ার রুলস সহ আরও কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হওয়ার কথা ছিল বৈঠকে। তাতেই বাঁধে বিপত্তি, কিং খান মেগা নিলাম নিয়ে খুব একটা আগ্রহী ছিলেন না, এমনকি মেগা নিলাম আয়োজন না করার কথাও ভাবতে বলেন। এর চেয়ে বরং কতজনকে রিটেন করা যাবে, তা নিয়েই কৌতূহল ছিল তাঁর।

চ্যাম্পিয়ন দল হওয়ায় গত আসরের মূল দলটা ঠিক রাখতে চেয়েছিলেন তিনি, তাই গতবারের চারজন খেলোয়াড় ধরে রাখা গেলেও এবার সেই সংখ্যাটা বৃদ্ধি করার আহ্বান জানান। তাতেই কিছুটা রেগে যান ওয়াদিয়া, শাহরুখের সাথে দুইটি ব্যাপারেই দ্বিমত পোষণ করেন তিনি। ফলে দু’জনের মাঝে কিছুক্ষণ তর্কাতর্কি চলে।

সানরাইজার্স হায়দ্রাবাদকে হারিয়ে ২০২৩ আইপিএলের ফাইনাল জিতেছিল কলকাতা, তবে এদিন হায়দ্রাবাদের মালকিন কাব্য মারান সমর্থন দেন বলিউড সুপারস্টারকে। তিনি স্পষ্টভাবে জানিয়ে দেন, একটা দল গড়তে অনেক সময় লাগে।

এই ব্যাপারে কয়েক ঘন্টা পর বিসিসিআইয়ের পক্ষ থেকে বিবৃতি দেয়া হয়। সেখানে অবশ্য দ্বন্দ্বের ব্যাপারে তেমন কিছু বলা হয়নি। বিবৃতিতে বিসিসিআই সচিব জয় শাহ বলেন, ‘ফ্রাঞ্চাইজিগুলোর সঙ্গে আলোচনা হয়েছে, সেখানে তাঁরা বিভিন্ন বিষয়ে মতামত দিয়েছে। আমরা সেগুলো গভর্নিং কাউন্সিলের কাছে পাঠাব, এরপর সিদ্ধান্ত নেয়া হবে।’

যদিও সিদ্ধান্ত গ্রহণে খুব বেশি সময় লাগবে না বলে জানিয়েছেন এই ক্রিকেট কর্তা। তবে সর্বোচ্চ পাঁচজন রিটেইন করা যাবে এবং রাইট টু ম্যাচ (আরটিএম) অপশন একবার ব্যবহারের ব্যাপারে খসড়া সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link