মরুর বুকে ২২ গজে তাণ্ডব চালাচ্ছেন শাহজাইব খান। রীতিমতো অবাক করা এক ব্যাটিং ইনিংস, তাও আবার যুব ক্রিকেটে পাকিস্তানের হয়ে, খোদ ভারতের বিপক্ষে। কে এই শাহজাইব খান।
এসিসি অনূর্ধ্ব ১৯ এশিয়া কাপে ভারতের বিপক্ষে করেছেন ১৫৯ রান। ১৪৭ বলের ইনিংসটায় ছিল পাঁচটা বাউন্ডারি আর ১০টা ছক্কার মার। ১৯ বছর বয়সী এই পাকিস্তানী যেন তারকা হবার নেশায় বিভোর। ২০ টি যুব ওয়ানডেতে ৫৫.৬৪ গড়ে রান ৯৪৬, অর্ধশতক ছয়টা, সেঞ্চুরি তিনটা। মানে, এখান থেকে তাঁর ভবিষ্যৎটা উজ্জ্বলই বলা যায়।
এছাড়াও যুব টেস্ট খেলেছেন দুইটা, সেঞ্চুরি হাকিয়েছেন দু’টিতেই। বাংলাদেশের বিপক্ষে ১৭৪, শ্রীলঙ্কার বিপক্ষে আছে ১৬৩ রানের ইনিংস। এর অর্থ হল, রান করলেই বড় ইনিংস খেলেন তিনি। পাকিস্তান তাঁকে নিয়ে স্বপ্ন দেখতেই পারে।
লম্বা রেসের ঘোড়াই পেয়েছে পাকিস্তান। টসে জিতে ব্যাট করতে নেমে আরেক ওপেনার উসমান খানকে নিয়ে ১৬০ রানের ওপেনিং জুটি গড়েন তিনি। যদিও দীর্ঘগতির উসমানের বিপরীতে বিধ্বংসী ব্যাটিং করেছেন শাহজাইব।
তবে প্রথম উইকেটের পর তাসের ঘরের মতই ভেঙে পড়ে পাকিস্তানের ব্যাটিং লাইন আপ, রানরেটটাও কমে যায় অনেক। যখন একপ্রান্তে তার সঙ্গীরা যাওয়া আসার মিছিলে নাম দিচ্ছিলেন, তখন শাহজাইব ছিলেন সেই দৃঢ় বটবৃক্ষ, যার ছায়ায় পাকিস্তান শরণ নিচ্ছিল।
একপ্রান্তে আগলে রেখে দলকে বড় সংগ্রহের দিকে নিয়ে যান শাহজাইব, শেষ ওভারে যখন আউট হয়ে সাজঘরে ফেরেন তখন পাকিস্তান পৌছে গেছে বেশ ভালো অবস্থায়। একা হাতে যেন পুরো দলকে টেনে নিয়ে গেছেন বড় সংগ্রহের দিকে। তাঁর ইনিংস ছিল কাব্যের মতো সুন্দর, কিন্তু তার প্রতিটি শট ছিল যুদ্ধের ময়দানে ছোড়া তীর—অবিচল, নির্ভুল, আর বিধ্বংসী।