এই দফায় আর দেশে ফেরা হচ্ছে না সাকিব আল হাসানের। গণমাধ্যমকে তিনি নিজেই নিশ্চিত করেছেন এই তথ্য। ফলে, কানপুর টেস্টটাই তাঁর শেষ টেস্ট হয়ে থাকছে। মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শেষ টেস্ট খেলার সুযোগ পাচ্ছেন না।
নিরাপত্তার ইস্যুতেই সাকিব আপাতত ফিরবেন না দেশে। বুধবার রাত থেকেই এই বিষয়ে গুঞ্জন ছিল দেশের ক্রিকেট মহলে। এমনকি সাকিব আমেরিকা থেকে দুবাই চলেও এসেছিলেন। কিন্তু, সেখান থেকে আর দেশে ফেরার ঝুঁকি নিতে সাকিবকে সব মহল থেকেই নিষেধ করা হয়েছে। কারণটা অবশ্যই সাকিবের নিরাপত্তাজনিত।
আসছে সোমবার থেকে মিরপুরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের প্রথম টেস্ট খেলতে নামবে বাংলাদেশ। সেই টেস্টের জন্য স্কোয়াডে সাকিবকে রাখাও হয়েছিল। ফলে তাঁর দেশের মাটিতে শেষ ম্যাচ খেলার মঞ্চটা প্রস্তুতই ছিল। তবে, সেই আশায় গুড়ে-বালি।
দেশের সাম্প্রতিক রাজনৈতিক পটপরিবর্তনের প্রেক্ষাপটে সরকারের পক্ষ থেকে সাকিবকে নিজের রাজনৈতিক অবস্থান পরিস্কার করতে বলা হয়েছিল। সামাজিক যোগাযোগ সাকিব তাই নিজের অবস্থান পরিস্কার করে মিরপুর থেকে ক্যারিয়ারের ইতি টানতে আকুতি জানিয়েছিলেন।
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ও সরকার সাকিবকে সব রকমের নিরাপত্তা দিতে প্রস্তুতও ছিল। তাই দলে জায়গা পাওয়া সাকিব দেশের উদ্দেশ্যে রওনাও দিয়েছিলেন। যদিও, মাঝ পথেই নিরাপত্তাজনিত ইস্যুতে আটকে গেলেন তিনি।
আইসিসির সভায় অংশ নিতে বোর্ড সভাপতি ফারুক আহমেদ এখন দুবাইয়েই অবস্থান করছেন। ফলে, সাকিবের সাথে তাঁর সরাসরি বসার সুযোগ আছে। সাকিব নিজে তাঁর ফেরার সুযোগ খুব বেশি দেখছেন না। বললেন, ‘এখন সিদ্ধান্ত চূড়ান্তই বলতে পারেন।’
নিজের বর্ণাঢ্য ক্যারিয়ারের এমন সমাপ্তি কি সাকিব আদৌ কোনোদিন ভেবেছিলেন!