সাকিবের লাকি চার্ম

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) দ্বিতীয় অংশে কলকাতা নাইট রাইডার্সের পাঁচ ম্যাচ পর অবশেষে আজ মাঠে নেমেছিলেন সাকিব আল হাসান। আজ সাকিবের একাদশে ফেরার ম্যাচে মাঠে এসেছিলেন তাঁর স্ত্রী উম্মে আহমেদ শিশির ও বড় মেয়ে আলায়না হাসান। আর এই ম্যাচেই বল হাতে দুর্দান্ত ছিলেন এই অলরাউন্ডার।

টানা ডাগ আউটে বসে থাকায় বাংলাদেশ তো বটেই, ভারতেও ছিল শোরগোল। আকাশ চোপড়া, ব্র্যাড হগ সহ অনেক সাবেক ক্রিকেটারই সাকিবকে একাদশে দেখতে মরিয়া ছিলেন। চাপে ছিল কলকাতার টিম ম্যানেজমেন্টও। এমনকি অধিনায়ক ইয়ন মরগ্যানের পারফরম্যান্স, কোচ ব্রেন্ডন ম্যাককালামের ভূমিকা নিয়েও উঠেছিল প্রশ্ন। সাকিব ফিরলেন, আর ফিরেই নিজেকে চেনালেন।

সাকিব বোঝালেন আর যাই হোক, তাঁকে বসিয়ে রেখে ভুল করেছে কেকেআর। আর এর জন্য স্ত্রী-সন্তানকে ধন্যবাদ তিনি জানাতেই পারেন। গ্যালারিতে তাঁরাই যে ছিলেন সাকিবের লাকি চার্ম।

সানরাইজার্স হায়দ্রাবাদের বিপক্ষে চার ওভার বল করে মাত্র ২০ রান দিয়ে এক উইকেট শিকার করেন সাকিব। ইনিংসের সপ্তম ওভারে প্রথম বারের মত আক্রমণে আসেন সাকিব। নিজের প্রথম ওভারে এই অলরাউন্ডার দেন মাত্র ৪ রান। এরপর নবম ওভারে আবার বল হাতে নিয়ে সাকিব দেন ঠিক ৪ রানই।

প্রথম ওভারে উইকেট শুণ্য থাকলেও দলকে ব্রেক থ্রু এনে দেন সাকিব। বিপজ্জনক হয়ে উঠতে থাকা সানরাইজার্স হায়দ্রাবাদের ব্ল্যাক ক্যাপ অধিনায়ক কেন উইলিয়ামসনকে ফেলেন রান আউটের ফাঁদে। নিউজিল্যান্ডের জাতীয় দলের এই অধিনায়ক সাজঘরে ফেরার আগে করেন ২১ বলে ২৬ রান।

প্রথম স্পেলের দুই ওভারে মাত্র ৮ রান দিলেও উইকেট শূন্য ছিলেন সাকিব। এরপর ১১ তম ওভারে আক্রমণে এসে উইকেটের দেখা পান তিনি। দুর্দান্ত এক ওভার করে মাত্র ২ রান দিয়ে অভিষেক শর্মার উইকেট শিকার করেন এই অলরাউন্ডার।

সাকিবের একটু ফ্লাইট দেওয়া ডেলিভারি উইকেট ছেড়ে বেড়িয়ে এসে খেলতে গিয়ে স্ট্যাম্পিংয়ের ফাঁদে পড়েন শর্মা। প্রথম তিন ওভারে মাত্র ১০ রান দিয়ে এক উইকেট শিকার করা সাকিব নিজের শেষ ওভারে এক ছয় হজম করে দেন ১০ রান।

সাকিব চাইলে নিজের দ্বিতীয় ওভারেও উইকেট পেতে পারতেন। তবে, নবম ওভারের চতুর্থ বলে প্রিয়ম গার্গের ফিরতি ক্যাচ ধরতে ব্যর্থ হন সাকিব। সেটা ধরতে পারলে হয়তো বোলিং ফিগারটা আরো দারুণ হত বাংলাদেশের সাবেক এই অধিনায়কের।

সাকিবের দুর্দান্ত বোলিংয়ের দিনে ভালো রয়েছে তাঁর কলকাতা নাইট রাইডার্সও। প্রথমে ব্যাট করে কলকাতাকে মাত্র ১১৬ রানের লক্ষ্য ছুঁড়ে দিয়েছে সানরাইজার্স হায়দ্রাবাদ। কাশ্মীরের ব্যাটসম্যান আবদুল সামাদ ১৮ বলে ২৫ রান করেন। ইনিংসে ছিল তিনটি ছক্কা। উইলিয়ামসনের পর তিনিই হায়দ্রাবাদের ইনিংস টেনে নিয়ে যান।

জবাবে চার উইকেট হারিয়ে, দুই বল বাকি থাকতেই জয়ের বন্দরে পৌঁছে যায় কলকাতা নাইট রাইডার্স। বল হাতে অবদান রাখা সাকিব ব্যাটিংয়ে নামার সুযোগ পাননি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link