চোখের চিকিৎসার কারণে বিপিএলের মাঝপথেই সিঙ্গাপুরে উড়াল দিয়েছিলেন সাকিব আল হাসান। সেখানে চক্ষু বিশেষজ্ঞদের পরীক্ষা নিরীক্ষার পর জানা গেছে, সাকিবের বাঁ চোখ এক্সট্রাফোভাল সেন্ট্রাল সেরাস কোরিওরেটিনোপ্যাথি (সিএসআর) রোগে সংক্রমিত হয়েছে। তবে এ সমস্যা নিয়ে আপাতত বড় কোনো দুশ্চিন্তা নেই। সিঙ্গাপুর থেকে ফিরে আজ খুলনা টাইগার্সের বিপক্ষে মাঠে নামবেন বলেই জানা গেছে।
এ নিয়ে বিসিবি এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি চিকিৎসক দেবাশিষ চৌধুরীর তরফ থেকে জানা গেছে, বাংলাদেশ ও বাইরের চক্ষু বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনা হয়েছে। চোখের বেশ কিছু পরীক্ষা নিরীক্ষার পর এটা নিশ্চিত হওয়া গেছে, যে সাকিব বাঁ চোখে এক্সট্রাফোভাল সেন্ট্রাল সেরাস কোরিওরেটিনোপ্যাথি (সিএসআর) সমস্যায় ভুগছেন।
সিএসআর মূলত এমন একটা সমস্যা যা চোখের রেটিনাকে প্রভাবিত করে। এতে করে দেখতেও অসুবিধা হয়। তবে সাকিবকে নিয়ে মেডিকেল টিম আশাবাদী। তাঁরা আশা করছেন, নিবিড় পর্যবেক্ষণে রাখলেই তিনি সুস্থ হয়ে উঠবেন।
সাকিবের চোখের সমস্যা মূলত ধরা পড়ে ওয়ানডে বিশ্বকাপের সময়। সে সময় ভারতীয় চিকিৎসকের পরামর্শ নিয়ে খেলেছিলেন এ অলরাউন্ডার। এরপর বিপিএলের ঠিক আগে লন্ডনে যান চিকিৎসক দেখাতে।
লন্ডন থেকে ফিরে এসে খেলেছিলেন বিপিএলের প্রথম ম্যাচেও। তবে ফরচুন বরিশালের বিপক্ষে ম্যাচের পরই আবার চোখের সমস্যা অনুভূত হওয়ায় চিকিৎসার জন্য চলে সিঙ্গাপুরে। শঙ্কা ছিল বিপিএলের বেশ কয়েকটি ম্যাচ মিস করার।
তবে আপাতত এক ম্যাচ বিরতির পরই তিনি বিপিএলে তিনি ফিরছেন। সিলেট পর্ব থেকেই তাঁকে পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে। তবে চোখের সমস্যার কারণেই মূলত সাকিব ব্যাটিংয়ে ঠিক ছন্দ খুঁজে পাচ্ছেন না।
বরিশালের বিপক্ষে খালেদের বলে বোল্ড হওয়া সাকিবকে নিয়ে এমনটাই জানিয়েছিলেন রংপুর রাইডার্সের অধিনায়ক নুরুল হাসান সোহান। এখন দেখার পালা, বিপিএলের বাকিটা সময়ে সাকিব কীভাবে ব্যাট হাতে ফিরে আসেন।