দুই মেয়ের পর এবার পুত্র সন্তানের বাবা হয়েছেন সময়ের অন্যতম সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। যুক্তরাষ্ট্রের স্থানীয় একটি হাসপাতালে সাকিব ও তাঁর স্ত্রী উম্মে আহমেদ শিশিরের ঘর আলো করে আজ পৃথিবীর মুখ দেখেছে তাদের তৃতীয় সন্তান।
পুত্র সন্তান হওয়ার বিষয়টি নিশ্চিত করে সাকিবের পারিবারিক সূত্র খেলা ৭১-কে জানিয়েছেন মা ছেলে দুজনই সুস্থ রয়েছেন। এসময় নতুন সদস্যের জন্য দোয়া চেয়েছেন সাকিব পরিবার।
২০১২ সালের ১২ ডিসেম্বর উম্মে আহমেদ শিশিরের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হওয়ার পর ২০১৫ সালের ৮ নভেম্বর প্রথম বারের মতো কন্যা সন্তানের বাবা হয়েছিলেন সাকিব আল হাসান। সাকিবের প্রথম মেয়ে আলাইনা হাসান অব্রির জন্মের পাঁচ বছর পর গত বছরের ২৪ এপ্রিল দ্বিতীয় কন্যা সন্তানের বাবা হন সাকিব।
এর আগে সন্তান সম্ভাবা স্ত্রীর পাশে থাকতে আসন্ন বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজ থেকে ছুটি নিয়ে গত মাসের ২২ তারিখে যুক্তরাষ্ট্রে গিয়েছেন সাকিব। নিউজিল্যান্ড সিরিজ শেষে দেশে ফিরেই টেস্ট চ্যাম্পিয়নশিপের দুটি টেস্ট খেলতে ১২ এপ্রিল শ্রীলঙ্কা সফরে যাবে বাংলাদেশ। আর ইন্ডিয়ান প্রিমিয়াম লিগ (আইপিএল) শুরু হবে ৯ এপ্রিল থেকে।
আইপিএলে খেলার জন্য তাই শ্রীলঙ্কা সিরিজেও খেলবেন না সাকিব। আইপিএলের ১৪তম আসরে ৩ কোটি ২০ লাখ রুপিতে সাকিব আল হাসানকে দলে নিয়েছে কলকাতা নাইট রাইডার্স। দল পাওয়ার পরই আইপিএল খেলার জন্য শ্রীলঙ্কা সিরিজ থেকে ছুটি নিয়েছেন এই অলরাউন্ডার।
সাকিব ছুটি চাওয়ার পর ছুটি মঞ্জুর করে সাকিবের এমন সিদ্বান্তের সমালোচনা করেছিলেন খোদ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন।
বাংলাদেশের ক্রিকেটারদের ভিতর সাকিবই সবচেয়ে বেশী আইপিএল খেলেছেন। আইপিএলে ৬৩ ম্যাচ খেলে ১২৬.৬৬ স্টাইকরেটে ৭৪৬ রান করেছেন সাকিব। আইপিএলে বল হাতেও সফল ছিলেন এই অলরাউন্ডার। বল হাতে ৬৩ ম্যাচে শিকার করেছেন ৫৯ উইকেট।
আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের হয়ে দুই বার শিরোপা জিতেছেন সাকিব আল হাসান। দুই বারই শিরোপা জেতাতে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন বাংলাদেশের এই অলরাউন্ডার।
সাকিবের সাথে এবারের আইপিএলে দল পেয়েছেন মুস্তাফিজুর রহমানও। এই পেসারকে ১ কোটি রুপি ভিত্তিমূল্যে দলে ভিড়িয়েছে রাজস্থান রয়্যালস। এর আগেও তিন বার আইপিএল খেলেছেন মুস্তাফিজুর রহমান। আগের তিন আসরে ২৪ ম্যাচ খেলে ৭.৫১ ইকোনোমিতে ২৪ উইকেট শিকার করেছেন এই পেসার।