ইন্ডিয়ান প্রিমিয়াম লিগের (আইপিএল) ১৪ তম আসর স্থগিত হওয়ার পর গত চার মে দেশে ফিরেছেন সাকিব আল হাসান। দেশে ফিরেই হোটেল ফোর পয়েন্টস বাই শেরাটনে ১৪ দিনের বাধ্যতামূলক কোয়ারেন্টাইনে রয়েছেন তিনি। সেখানেই আজ প্রথম দফার করোনা পরিক্ষা করা হয়েছে তাঁর। আর প্রথম বার করোনা টেস্টে নেগেটিভ এসেছে এই অলরাউন্ডারের।
সাকিবের করোনা নেগেটিভ হওয়ার বিষয়টি খেলা ৭১- কে নিশ্চিত করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী। তিনি জানিয়েছেন সরকারের করোনা প্রোটকল মেনে আরো কয়েক বার করোনা টেস্ট করা হবে এই অলরাউন্ডারের।
তিনি বলেন, ‘হ্যাঁ, ওর প্রথম দফা করোনা টেস্ট নেগেটিভ এসেছে। আরো কয়েক বার টেস্ট করতে হবে। সরকারের করোনা প্রোটকল মেনেই আমরা ওদের করোনা পরিক্ষা করাবো।
আগামীকাল আবার করোনা টেস্ট করা হতে পারে সাকিবের। আজ সাকিবের প্রথম দফার করোনা টেস্টের ফলাফল পাওয়া গেলেও মুস্তাফিজুর রহমানের করোনা পরিক্ষার ফলাফল পাওয়া যাবে আগামীকাল। হোটেল প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ে সস্ত্রীক ১৪ দিনের কোয়ারেন্টাইনে রয়েছেন এই পেসার।
১৪ দিনের কোয়ারেন্টাইন শেষে শ্রীলঙ্কা সিরিজের অনুশীলনের জন্য ২০ মে দলের সাথে যোগ দিবেন এই দুই ক্রিকেটার। এরপর মাত্র দুই দিন অনুশীলন করেই ২৩ মে মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে মাঠে নামবেন দুই ক্রিকেটার।
সাকিব মুস্তাফিজকে পর্যাপ্ত অনুশীলনের সুযোগ করে দিতে কোয়ারেন্টাইনের সময় কমাতে স্বাস্থ্য মন্ত্রনালয়ের কাছে আবেদন করেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে সেই আবেদনে সাড়া দেয়নি স্বাস্থ্য মন্ত্রনালয়। তাই বাধ্য হয়েই ১৪ দিনের কোয়ারেন্টাইনে থাকতে হচ্ছে তাঁদের।
এবারের আসরে কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলেছেন সাকিব আল হাসান ও রাজস্থান রয়্যালসের জার্সিতে দেখা গেছে মুস্তাফিজুর রহমানকে। আইপিএল স্থগিত না হলে শ্রীলঙ্কা সিরিজ খেলতে চলতি মাসের ১৯ তারিখে দেশে ফেরার কথা ছিলো এই দুই ক্রিকেটারের।
আইপিএলের এবারের আসরে প্রথম তিন ম্যাচ খেলার পর সাকিব আল হাসান একাদশে সুযোগ না পেলেও রাজস্থান রয়্যালসের জার্সিতে নিয়মিতই পারফরম্যান্স করেছেন মুস্তাফিজুর রহমান। ৭ ম্যাচে ৮ উইকেট শিকার করেছেন এই পেসার। আর সাকিব আল হাসান ৩ ম্যাচে ব্যাট হাতে করেছেন ৩৮ রান ও বল হাতে নিয়েছেন ৩ উইকেট।