মহানায়ক থেকে ফেরারি আসামি!

নক্ষত্রেরও পতন একদিন হয় বটে, তবে এমন বিভীষিকাময় পতন ও কি সম্ভব? অসীম ভালোবাসা কি প্রচন্ড ঘৃণার ভেলায় ভাসিয়ে দেওয়া যায়!

দুঃসময় যেন পিছুই ছাড়ছে না সাকিব আল হাসানের। নতুন করে এবার নামের পাশে যুক্ত হল গ্রেফতারি পরোয়ানাও। চেক জালয়াতির মামলা হয়েছিল তার বিরুদ্ধে। ঐ মামলার শুনানিতে হাজির না হওয়াতে, এই আদেশ দায়ের করেছে সিএমএম কোর্ট।

বিশ্বসেরা অলরাউন্ডার সাকিবের বিরুদ্ধে বির্তক, অভিযোগের অভাব ছিল না কখনোই। এতকিছুর পরেও তিনি ছিলেন এই বাংলার একচ্ছত্র নবাব। অথচ গত বছর থেকে যেন একে একে হারিয়ে ফেলছেন সবই।

প্রথমে হারালেন মাস ছয়েক আগেই নির্বাচিত হওয়া সংসদ সদস্যর পদটা। ক্রিকেটার থেকে রাজনীতিবিদ হতে গিয়ে হারালেন বিরাট একটা অংশের আস্থা।

হোম অফ ক্রিকেট খ্যাত শের এ বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের বাইরে তার বিপক্ষে স্লোগান ও আন্দোলনও হয়েছে। এতকিছুতে ঘরের মাঠে আর খেলাই হল না সাকিবের।

খোদ বাংলাদেশে ‘সাকিব খেদাও’ স্লোগান হবে এও কি কেও ভেবেছিলো কখনো! সাকিব কি তখনও জানতেন দুঃস্বপ্নের তো সবে হয়েছিল শুরু? এরপরেই তার বোলিং অ্যাকশনও হল প্রশ্নবিদ্ধ। দুইবার পরীক্ষা দিয়েও পাশ করতে না পেরে বোলার হিসেবে, নিষিদ্ধ হলেন আন্তজার্তিক ক্রিকেটে আঙ্গনে। জায়গা হল না চ্যাম্পিয়নস ট্রফির স্কোয়াডেও।

পতনের কফিনে আরও একটা পেরেক বোধহয় গাঁথা তখনও বাকি ছিল। চেক জালিয়াতির মামলা খেয়ে নামের পাশে গ্রেফতারি পরোয়ানা জারি করেই, হয়ত দুর্দিনের ষলোকলা পূর্ণ হলো। নক্ষত্রেরও পতন একদিন হয় বটে, তবে এমন বিভীষিকাময় পতন ও কি সম্ভব? অসীম ভালোবাসা কি প্রচন্ড ঘৃণার ভেলায় ভাসিয়ে দেওয়া যায়!

Share via
Copy link