লাহোর কালান্দার্সের সব আলো এখন সাকিবের দিকেই। এই বিশ্বসেরাকে পেয়ে যেমন উজ্জীবিত তারা, সাকিবও উপভোগ করছেন পাকিস্তানে নিজের সময়টা। সেরেছেন নিজের প্রস্তুতি, এখন অপেক্ষাটা শুধু মাঠে নামার।
দীর্ঘদিন ধরেই ক্রিকেট মাঠের ২২ গজে সাকিবের পদচারণা নেই। অনেকটা আড়ালেই ছিলেন, নিজেকে গুটিয়ে রেখেছিলেন। তবে পিএসএলের মঞ্চে নিজেকে মেলে ধরার সুযোগ পেয়ে আবারও বাইশ গজে ফিরছেন এই বিশ্বসেরা।
লাহোর কালান্দার্সের সোশাল মিডিয়াতে সাকিব আল হাসান বলেন, “আমি যখনই পাকিস্তানে পিএসএল খেলতে আসি, সেটি খুব উপভোগ করি। এটা আমার জন্য আদর্শ জায়গা। এখানে আবারও ফিরতে পেরে আমি খুব খুশি।”
লাহোরের জার্সিতে অনুশীলন করেছেন সাকিব। ব্যাট কিংবা বল হাতে নিজেকে আরও একবার ঝালিয়ে নিচ্ছেন। অনুশীলন শেষে সাকিব বলেন – “কিছু ওভার বল করেছি নিজেকে রিদমে ফিরিয়ে আনতে। আমি যা চেয়েছি হয়তো পেয়েছি। অনেকদিন পর যেহেতু মাঠে নামছি, কিছুটা উদ্বেগ কাজ করছে। তবে আমি পরের ম্যাচের জন্য প্রস্তুত।”
দেশের ক্রিকেটের পোস্টার বয় মাঠে ফিরছেন। দীর্ঘ ক্যারিয়ারে অর্জনের কমতি ছিলো কিছুতেই। তবে শেষ বেলায় তার বোলিং অ্যাকশন প্রশ্নবিদ্ধ হওয়ার অনেকদিন আর পুরনো সাকিবকে দেখা যায়নি। তবে সাকিব মানেই তো সব বাধা ভেঙে জয় করা। তাই তো সাকিব ফিরছেন নিজের জায়গাটা দখলের।
পিএসএলের গুরুত্বপূর্ণ ম্যাচে সব ঠিকঠাক থাকলে আজ হয়তো সাকিবকে মাঠে দেখা যাবে লাহোর কালান্দার্সের জার্সিতে। ব্যাট বল হাতে সেই পুরনো সাকিবকে দেখার অপেক্ষায় অগণিত ভক্তরা। উইকেট পাওয়ার পর চিরচেনা সেলিব্রেশনে কিংবা ব্যাট হাতে বলকে সীমানা ছাড়া করে ভক্তদের বিশ্বাসের প্রতিদানটা দেওয়ার অপেক্ষায় হয়তো সাকিবও থাকবেন।