ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের দুনিয়ায় বাংলাদেশের পতাকা বাহক সাকিব আল হাসান। তাইতো এবার লঙ্কান প্রিমিয়ার লিগে (এলপিএল) খেলোয়াড় ড্রাফটের আগেই দল পেয়ে গেছেন সাকিব। লঙ্কান প্রিমিয়ার লিগের দল গল গ্ল্যাডিয়েটর্স তাকে সরাসরি চুক্তিবদ্ধ করেছে আসন্ন আসরকে সামনে রেখে। প্রথমবারের মত শ্রীলঙ্কার এই ফ্রাঞ্চাইজি ভিত্তিক টুর্নামেন্টে পা রাখছেন সাকিব।
আগামী জুলাইয়ের ৩১ তারিখে পর্দা উঠবে লঙ্কান প্রিমিয়ারের চতুর্থ আসরের। এবারই প্রথম সাকিব আল হাসান যাচ্ছেন শ্রীলঙ্কার এই ফ্রাঞ্চাইজি ক্রিকেট খেলতে। আগামী ১১ জুন খেলোয়াড় ড্রাফট অনুষ্ঠিত হওয়ার কথা। কিন্তু আগে ভাগেই বিশ্বসেরা অলরাউন্ডারকে নিজেদের ডেরায় ভিড়িয়েছে দলটি। কলকাতা নাইট রাইডার্স দল থেকে নিজেকে প্রত্যাহার করবার পরপরই নতুন ফ্রাঞ্চাইজিতে সরাসরি অন্তর্ভুক্তি সাকিবের।
সম্ভাবনা রয়েছে পুরো আসর জুড়েই বাংলাদেশি এই অলরাউন্ডারের সার্ভিস পাওয়ার। কেননা আফগানিস্তানের সাথে পূর্ণাঙ্গ সিরিজ খেলার পর, বেশ খানিকটা বিরতিতেই শুরু হবে এলপিএল। ২০ আগস্ট অনুষ্ঠিতব্য ফাইনালের আগের টাইগারদের নেই কোন দ্বি-পাক্ষিক সিরিজ।
এসব কিছু বিবেচনায় সাকিব সহ আরও বেশকিছু খেলোয়াড় নিজেদের নাম ড্রাফট করেছিলেন। সাকিব ছাড়াও মুশফিকুর রহিম, লিটন দাস, আফিফ হোসেনের মত খেলোয়াড়রা ড্রাফটে অন্তর্ভুক্ত হয়েছেন। প্রবল সম্ভাবনাও রয়েছে বাংলাদেশি এই খেলোয়াড়দের ড্রাফট থেকে দল পাওয়ার। কেননা প্রতিটি খেলোয়াড়ই রয়েছেন নিজ নিজ ছন্দে।
পাকিস্তানের বাবর আজম, দক্ষিণ আফ্রিকার ডেভিড মিলার, অস্ট্রেলিয়ার ম্যাথু ওয়েড ও দক্ষিণ আফ্রিকার তাবরাইজ শামসির মত খেলোয়াড়দের সরাসরি চুক্তিবদ্ধ করেছে ভিন্ন ভিন্ন ফ্রাঞ্চাইজি। এছাড়াও বেশ কিছু শ্রীলঙ্কান খেলোয়াড়দেরও সরাসরি দলে অন্তর্ভুক্ত করে ফ্রাঞ্চাইজিগুলো।
গেল তিন আসরের মত এবারও দল সংখ্যা পাঁচটি। হ্যাট্রিক চ্যাম্পিয়ন জাফনা কিংস ছাড়াও কলম্বো স্টার্স, ডাম্বুলা অরা, গল গ্ল্যাডিয়েটর্স ও ক্যান্ডি ফ্যালকন অংশ নিচ্ছে। চতুর্থ আসরের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে দুইটি ভেন্যুতে। কলম্বো ও ক্যান্ডিতেই শেষ হবে পুরো আসর।
এর আগে বাংলাদেশ থেকে কেবলমাত্র পেসার আল-আমিন হোসেন খেলেছিলেন লঙ্কান প্রিমিয়ার লিগে। এলপিএলের দ্বিতীয় আসরে ক্যান্ডি ওয়ারিয়ার্সের হয়ে মাঠে নেমেছিলেন আল-আমিন।