এক ওভারে ২২ রান। এ যেন অপরিচিত সাকিব আল হাসান। ব্যাট হাতে বেজায় বাজে সময় পার করছেন। তার জন্যে অবশ্য দায়ী ছিল তার চোখের সমস্যা। তবে এখন যেন নতুন এক সমস্যা হয়ে হাজির হচ্ছে সাকিবের বোলিং। বাইশ গজে বল হাতে সাকিব নয়, যেন তার ছায়া করছে বিচরণ।
সম্প্রতি নিজের নামের প্রতি মোটেই সুবিচার করতে পারছেন না বাংলাদেশের অলরাউন্ডার সাকিব অল হাসান। বাংলাদেশ ক্রিকেটের সেরা খেলোয়াড় বলা হয় তাকে। দীর্ঘদিন ধরে বাংলাদেশের প্রতিনিধিত্ব করে আসছেন তিনি। ব্যাট ও বলে সমান দক্ষতার জন্য দীর্ঘসময় তিন ফর্মেটের এক নম্বর অলরাউন্ডার ছিলেন সাকিব।
বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে ভারতের মুখোমুখি হয় বাংলাদেশ। যেখানে টস জিতে ব্যাটিং এর সিদ্ধান্ত নেন ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা। ম্যাচের তৃতীয় ওভারে বাংলাদেশের অধিনায়ক শান্ত বোলিংয়ে নিয়ে আসেন সাকিবকে। রোহিত শর্মা ২ টি চারের মাধ্যমে ৮ রান নেন তার প্রথম ওভার থেকে।
তবে নিজের দ্বিতীয় ওভারে বোলিং করতে এসে রিষাভ পান্তের ঝড়ের সামনে পড়েন সাকিব। পাওয়ার-প্লের শেষ ওভারে প্রথম দুই বলে দুই ছক্কা সহ মোট তিন ছক্কার সাথে ২২ রান দেন সাকিব। তিনটি ছক্কাই হাকান ভারতের উইকেটরক্ষক ব্যাটার পান্ত। নিজের ৪ ওভার শেষ করতে সাকিবকে খরচ করতে হয় ৪৭ রান, যেখানে উইকেটের খাতা ছিল শূন্য।
সম্প্রতি যুক্তরাষ্ট্রের বিপক্ষে সিরিজেও নিজের স্বরুপ খুজে পাননি সাকিব। পুরো সিরিজ জুড়ে মাত্র একটি উইকেট পেয়েছিলেন তিনি। ফলে বাংলাদেশ সিরিজটি হারে ২-১ এর ব্যাবধানে।
এরপর থেকেই শুরু হবে বিশ্বকাপের গ্রুপ পর্যায়ের খেলা। সেখানে সাকিব ও বাংলাদেশের সমর্থকরা চাইবেন তিনি যেন তার নিজের স্বরুপে ফিরে আসেন। বাংলাদেশের দ্বিতীয় রাউন্ডে উঠা অনেকটাই নির্ভর করবে সাকিব এর ফর্মের উপর।