ক্রিকেটের সাথে সিনেমার মেলবন্ধন উপমহাদেশীয় ক্রিকেটে খুবই সাধারণ ঘটনা। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) অন্যতম সফল দল কলকাতা নাইট রাইডার্স দলের কর্ণধার স্বয়ং শাহরুখ খান।
এবার সেই পথেই হাঁটলেন বাংলাদেশের সাকিব খান। বাংলাদেশ কিং খানও এবার নাম লেখাতে যাচ্ছেন বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল)। তিনি ঢাকার মালিকানা কিনবেন বলে বিসিবির সূত্রে জানা গেছে।
দুর্দান্ত ঢাকা দলের মালিকানা ছিল নিউটেক্স গ্রুপের। বিপিএলে তারা অংশ নেবে না, সেটা আগেই জানিয়ে রেখেছিল।। নতুন মালিকও খুঁজেহ পেয়েছে বিসিবি।
ওয়ালটনের কসমেটিকস ব্র্যান্ড রিমার্ক-হারল্যানকে সুযোগ দিয়েছে বিসিবি। রিমার্ক-হারল্যানের মালিক হলেন চিত্রনায়ক শাকিব খান। এরই মধ্যে ফ্র্যাঞ্চাইজি ফির দেড় কোটি টাকাও বিসিবিতে জমা দিয়েছে প্রতিষ্ঠানটি।
নতুন এই ফ্র্যাঞ্চাইজি চাইলে দুর্দান্ত ঢাকা নামেই অংশ নিতে পারবে, আবার সুযোগ পাবে নাম বদলেরও। তবে, মালিকানা যেহেতু শাকিব খান নিজে, ফলে দলটির নামকরণ নিয়ে দেশের ক্রিকেট মহলে বাড়তি আগ্রহ থাকবেই।
দেশের রূপালি পর্দা থেকে এর আগে কেউ-ই বিপিএলের এতটা কাছাকাছি আসেননি। আইপিএলে কলকাতা ফ্র্যাঞ্চাইজির অপর নাম এখন বলিউড বাদশাহ শাহরুখ খান। বিপিএলেও ঢাকা ফ্র্যাঞ্চাইজির ক্ষেত্রে সেই মঞ্চটা এবার প্রস্তুতই বলা যায়।