সম্প্রতি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) নিলাম উপলক্ষে ক্রিকেটারদের তালিকা প্রকাশ করেছে আয়োজক কর্তৃপক্ষ। ফ্রাঞ্চাইজি ক্রিকেটের দৌরাত্ম বেড়ে যাওয়ার এই যুগে সেই রেশ কাটতে না কাটতেই এবার পাকিস্তান সুপার লিগ (পিএসএল) এর ড্রাফটের জন্য নিবন্ধিত ক্রিকেটারদের তালিকা প্রকাশিত হয়েছে।
সব মিলিয়ে ২৫৪ জন বিদেশি ক্রিকেটারদের নাম রয়েছে এই ড্রাফটে। এর মধ্যে বাংলাদেশী রয়েছেন বেশ কয়েকজন ক্রিকেটার – সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, তামিম ইকবাল, মাহমুদউল্লাহ রিয়াদের মত অভিজ্ঞ তারকা যেমন আছেন তেমনি আছেন নাজমুল হোসেন শান্ত, নাসুম আহমেদ, তাওহীদ হৃদয়, আফিফের মত উঠতি তরুণেরা। এছাড়া লিটন দাস, মেহেদি হাসানের মত পরিচিত নামও রয়েছে।
একটি মিডিয়া প্রতিবেদন অনুসারে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) বিদেশী খেলোয়াড়দের সাথে যোগাযোগ করেছিল। যারা সক্রিয়ভাবে টুর্নামেন্টে অংশ নিতে ইচ্ছুক তাঁদের নামই রাখা হয়েছে ড্রাফটে। এই তালিকায় বিভিন্ন দেশ থেকে আসা ক্রিকেটার অন্তর্ভুক্ত করা হয়েছে; তবে অস্ট্রেলিয়ার বড় নামগুলো তেমন একটা নেই এখানে।
নিবন্ধিত তারকাদের কয়েকটি ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে। বিশ জনকে রাখা হয়েছে প্ল্যাটিনাম বিভাগের অধীনে, যেখানে ইংল্যান্ডের ক্রিকেটারদের উপস্থিতি সবচেয়ে বেশি। বাংলাদেশী হিসেবে কেবল সাকিব আছেন সবচেয়ে দামী খেলোয়াড়দের মাঝে। অন্যদিকে, তামিম, মুশফিকদের রাখা হয়েছে ডায়মন্ড ক্যাটাগরিতে।
পিএসএলের নবম আসর শুরু হওয়ার সম্ভাব্য সময় আগামী বছরের জানুয়ারি – ফেব্রুয়ারি মাস। এই লক্ষ্যে চলতি মাসের তেরো তারিখেই দল গোছানোর লড়াইয়ে নেমে পড়বে ফ্রাঞ্চাইজিগুলো।
অ্যালেক্স হেলস, রসি ভ্যান ডার ডুসেনদের নিয়ে নিশ্চয়ই কাড়াকাড়ি হবে দলগুলোর মধ্যে। তবে লাল-সবুজ দর্শকদের নজর থাকবে টাইগারদের দিকে। তামিম, সাকিবরা কোন দলের স্কোয়াডে জায়গা পাবেন সেটা জানার অপেক্ষাতে রয়েছে প্রায় সবাই।