অবসর নয় পরিশ্রম, শামির লক্ষ্য স্বপ্নপূরণ

'আমার কেবল আর একটা স্বপ্নই বাকি'- মোহাম্মদ শামি এভাবেই নিজের ক্রিকেট ক্যারিয়ারের শেষ ইচ্ছের কথা জানিয়েছেন।

‘আমার কেবল আর একটা স্বপ্নই বাকি’- মোহাম্মদ শামি এভাবেই নিজের ক্রিকেট ক্যারিয়ারের শেষ ইচ্ছের কথা জানিয়েছেন। ২০২৭ ওয়ানডে বিশ্বকাপ জয়ের নেশার তিনি অক্লান্ত পরিশ্রম করে যেতে চান। তাকে অবসরের দিকে ঠেলে দেওয়ার যে বিষাক্ত বলয় ঘিরে ধরেছে, সেই বলকে তিনি ভাঙতে চান পারফরমেন্স আর পরিশ্রম দিয়ে।

সাম্প্রতিক সময়ে ভারতের ক্রিকেটের অবসরের একটা হিড়িক লেগেছে। বিরাট কোহলি, রোহিত শর্মা টি-টোয়েন্টি ও টেস্ট ছেড়েছেন। এরপর চেতেশ্বর পুজারা ও রবিচন্দ্রন অশ্বিনরা অবসরের রাস্তা ধরেছেন। স্বাভাবিকভাবেই মোহাম্মদ শামিকে ঘিরেও একটা জিজ্ঞাসা ঘনিভূত হয়েছে। শামি কবে অবসরে যাচ্ছেন?

এই প্রশ্নে অবশ্য বেজায় ক্ষেপেছেন ভারতীয় এই পেসার। বেশ রুঢ় জবাবই তিনি দিয়েছেন ভারতীয় এক গণমাধ্যমে। তিনি বলেছেন, ‘যদি কারও সমস্যা থাকে, তবে বলে দিক। যদি মনে করে আমি অবসর নিলে তাদের জীবন আরও ভালো হয়ে যাবে, তাহলে বলুক—কার জীবনে আমি এমন বাধা হয়ে দাঁড়িয়েছি যে আমাকে অবসর নিতে হবে? যেদিন আমার খেলতে বিরক্তিকর লাগবে, সেদিন আমি নিজেই সরে দাঁড়াবো। সে সময় এখনও আসেনি।’

তবে তার জন্যে বেশিদিন ক্রিকেট চালিয়ে যাওয়ার রাস্তা সংকীর্ণ হতে শুরু করেছে। সর্বশেষ ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজে তিনি দলে ডাক পাননি। এরপর এশিয়া কাপের দলেও তার সুযোগ হয়নি। তিনি ভারতের জার্সিতে সর্বশেষ খেলেছেন চ্যাম্পিয়ন্স ট্রফিতে। এরপর ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে বাজে সময় কাটিয়েছেন, সে কারণে তাকে টি-টোয়েন্টির ভাবনাতে রাখা হয়নি।

তবে এসবে ভ্রুক্ষেপ নেই শামির। তিনি নিজেকে প্রস্তুত করতে চান তার স্বপ্ন পূরণের জন্যে। তিনি বলেন, ‘তুমি আমাকে দলে না নিলে সমস্যা নেই, আমি তবুও কঠোর পরিশ্রম করে যাবো। জাতীয় দলে ডাক না পেলে ঘরোয়া ক্রিকেট খেলবো। কোথাও না কোথাও আমি খেলবই। আমার এখন কেবল একটাই স্বপ্ন বাকি আছে—ওয়ানডে বিশ্বকাপ জেতা। আমি চাই সেই দলের অংশ হতে, পারফরম করে দলকে বিশ্বকাপ জিতিয়ে ট্রফিটা দেশে নিয়ে আসতে।’ 

ওয়ানডে বিশ্বকাপের এখনও প্রায় বছর দুয়েক বাকি। বিশ্বকাপের সময়ে শামির বয়স গিয়ে দাঁড়াবে ৩৬ বছরের ঘরে। ইনজুরির থাবা এড়িয়ে শামির পক্ষে এতদিন ক্রিকেট চালিয়ে যাওয়া দুষ্কর। কিন্তু তবুও অদম্য ইচ্ছেশক্তির জোরে তিনি হয়ত জায়গা করে নেবেন ভারতের সেই বিশ্বকাপ দলে। কিন্তু তার আগেই যদি ক্লান্তি চলে আসে?

লেখক পরিচিতি

রাকিব হোসেন রুম্মান

কর্পোরেট কেরানি না হয়ে, সৃষ্টি সুখের উল্লাসে ভাসতে চেয়েছিলাম..

Share via
Copy link