টেস্ট অধিনায়ক হতে পারছেন না লিটন দাস। জায়গাটাতে থাকবেন নাজমুল হোসেন শান্তই। গত জুনে ছেড়ে দেওয়া টেস্ট নেতৃত্বেই ফেরার বিষয়ে সম্মতি দিয়েছেন শান্ত নিজেই।
টি-টোয়েন্টি সিরিজের পুরস্কার বিতরণ শেষ হতেই বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বোর্ড পরিচালকদের নিয়ে বৈঠকে বসেন। সম্ভাব্য টেস্ট অধিনায়ক হিসেবে আলোচনায় ছিলেন লিটন কুমার দাস। কিন্তু সাম্প্রতিক সময়ে সতীর্থ শামিম হোসেন পাটোয়ারি নিয়ে তাঁর বেফাঁস মন্তব্য লিটনের বিপক্ষে গেছে বড়ভাবে। তিনি পারফরম্যান্সেও নিয়মিত নন। ফলে, তাকে টি-টোয়েন্টির সাথে টেস্টের চাপ দেওয়াটা সমিচীন মনে করছে না বোর্ড।

অন্যদিকে, মেহেদী হাসান মিরাজের দিকেও পুরোপুরি ভরসা রাখতে পারেননি পরিচালকরা। ওয়ানডে নেতৃত্বের বেহাল দশা দেখে মিরাজকে আর টেস্টের দায়িত্ব দিতে কেউ আগ্রহী নয় কেউ। অধিনায়ক ইস্যুতে এর আগে ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান নাজমুল আবেদীন ফাহিমের সাথে বসেছিলেন বোর্ড সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। সেখানে আরও ছিলেন সহ-সভাপতি ফারুক আহমেদ ও দুই বোর্ড পরিচালক আব্দুর রাজ্জাক ও খালেদ মাসুদ পাইলট। সেখান থেকেই শান্তকে ফিরিয়ে আনার ব্যাপারে সিদ্ধান্ত হয়।
ফলে আবারও ফিরছেন নাজমুল হোসেন শান্ত। তাঁর সঙ্গে গত কয়েক দিনের আলোচনায় অভিমান কাটিয়ে ফেলেছে বিসিবি, আর শান্তও রাজি হয়েছেন পুরনো দায়িত্বে ফিরতে। তাঁর সাথে ভাল বোঝাপড়া আছে এমন একজন পরিচালক এখানে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।

সবকিছু মিলিয়ে, আয়ারল্যান্ড সিরিজ দিয়েই আবার টেস্ট নেতৃত্বে ফিরছেন নাজমুল হোসেন শান্ত—যার শুরু হয়েছিল অভিমানে, আর প্রত্যাবর্তন ঘটছে বোর্ডের আস্থায়। এর মধ্য দিয়ে, তিন সংস্করণের জন্য আলাদা অধিনায়ক রাখার নীতি বহাল রাখছে বোর্ড।










