যার বিপক্ষে বল না করে খুশি শোয়েব আখতার

অন্যদিকে ভিডিওতে তিনি বলেন, ‘আমি খুশি যে আমার জন্ম এই যুগে হয়নি। এর কারণ মূলত এ ছেলেটা, ইতোমধ্যে সে সেঞ্চুরি করে ফেলেছে এবং তাঁর ব্যাটিংয়ের ধরন অসাধারণ। আমি তাঁকে পরামর্শ দিব, নিজের শক্তির জায়গা ধরে রাখো। যারা তোমার চেয়ে ভাল খেলে তাঁদের সঙ্গে ভাল সম্পর্ক তৈরি করো।’

অভিষেক শর্মা, ধুমকেতুর মত তাঁর আগমন ঘটেছে ভারতীয় ক্রিকেটে। এখন পর্যন্ত সতেরোটা টি-টোয়েন্টি ম্যাচ খেলেই দুই সেঞ্চুরি আর দুই হাফসেঞ্চুরির দেখা পেয়ে গিয়েছেন তিনি। সবমিলিয়ে করেছেন ৫৩৫ রান, ব্যাটিং গড় ৩৩.৪৩ এবং স্ট্রাইক রেট প্রায় ১৯৫! ক্রিকেট বিশ্বের প্রত্যেকে তাই তাঁর প্রশংসা করতে বাধ্য হয়েছেন। বাধ্য হয়েছে তাঁর অ্যাপ্রোচ আর ইন্টেন্টে মুগ্ধ হতে।

বাদ যাননি পাকিস্তানের কিংবদন্তি পেসার শোয়েব আকতার; তিনিও ভূয়সী প্রশংসা করেছেন অভিষেকের। এমনকি অভিষেকের বিপক্ষে বল করতে হচ্ছে না দেখে উচ্ছ্বাসও প্রকাশ করেছেন।

রাওয়ালপিন্ডি এক্সপ্রেস নিজের টুইটার একাউন্টে একটি ভিডিও প্রকাশ করেন, সেটার ক্যাপশনে লিখেন, ‘দুবাইয়ে দুর্দান্ত এক প্রতিভার সাথে দেখা হয়ে গেলো, সে ভবিষ্যতে দারুণ কিছু করবে।’

অন্যদিকে ভিডিওতে তিনি বলেন, ‘আমি খুশি যে আমার জন্ম এই যুগে হয়নি। এর কারণ মূলত এ ছেলেটা, ইতোমধ্যে সে সেঞ্চুরি করে ফেলেছে এবং তাঁর ব্যাটিংয়ের ধরন অসাধারণ। আমি তাঁকে পরামর্শ দিব, নিজের শক্তির জায়গা ধরে রাখো। যারা তোমার চেয়ে ভাল খেলে তাঁদের সঙ্গে ভাল সম্পর্ক তৈরি করো।’

এই পেসার আরো যোগ করেন, ‘অভিষেকের সামনে ভাল দিন অপেক্ষা করছে, আমি তাঁকে শুভকামনা জানাই। এগিয়ে যাও এবং সব রেকর্ড ভেঙে দাও। সে ভারতের উদীয়মান তারকা, তাঁর দিকে সবাই নজর রাখুন।’

আগামী আইপিএল দিয়ে আবার প্রতিযোগিতাপূর্ণ ক্রিকেটে ফিরবেন অভিষেক শর্মা। সানরাইজার্স হায়দ্রাবাদ তাঁকে রিটেইন করেছিল, তাঁদের হয়েই আইপিএলের ১৮তম আসর রাঙিয়ে রাখতে চাইবেন তিনি।

Share via
Copy link