রেকর্ডে বইয়ে শুভমনের হানা

আগের দিন বললেন তিনি বললেন যে বিরাট কোহলির মত ব্যাটারদের কাছ থেকে নাকি শেখার আছে। কি করে একটি সেঞ্চুরিকে বড় রানের পরিণত করতে হয় সেটা বিরাট কোহলির কাছ থেকে শেখা যায়। ঠিক তার পরের গল্পেই বনে গেলে সেরা। শুভমন গিল নিজের শতকটাকে টেনে নিয়ে করলেন দ্বিশতক। এভাবেই শিক্ষা বোধকরি কাজে লাগাতে হয় নিজের জীবনে।

নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলছে ভারত। দুই বারের ওয়ানডে বিশ্বকাপ জয়ীদের লক্ষ্য এখন ঘরের মাঠের ২০২৩ বিশ্বকাপ। সেই উদ্দেশ্যে নিজেদের দলটা সাজিয়ে নেওয়ার পূর্ণ প্রচেষ্টাই চালাচ্ছে টিম ইন্ডিয়া। সে প্রক্রিয়ায় এবার সফলতা এসে ধরা দিল শুভমন গিলের ব্যাটে। আস্থার প্রতিদান দেওয়ার একেবারেই চূড়ান্ত উদাহরণ যেন বনে গেলেন।

শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজে তাঁর উপর আস্থা রেখেছিল। সেখানে অবশ্য তিনি নিজের সামর্থ্যের প্রমাণ রেখেছিলেন। দেখা পেয়েছিলেন একটি অর্ধশতকের পাশাপাশি দুর্দান্ত একটি শতক পেয়েছিলেন, সিরিজের শেষ ম্যাচে। সেই পারফরমেন্সের পুরস্কার হিসেবে নিউজিল্যান্ডের বিপক্ষেও দলে সুযোগ পেয়ে যান শুভমন গিল। আর সেই সুযোগেই তিনি নিজের নাম লিখিয়ে নিলেন রেকর্ড বইয়ে।

হায়দ্রাবাদে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচে টসে জিতে ব্যাট করতে নামে ভারত। এদিনের সব আলো অবশ্য নিজের দখলে নিয়ে ফেলেন শুভমন গিল। সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে দ্বিশতক করবার রেকর্ডটা নিজের দখলে নিয়েছেন শুভমন। মাত্র ৩৮ দিন আগেই সে রেকর্ড করেছিলেন স্বদেশী ঈশান কিষাণ। বাংলাদেশের বিপক্ষে সেই ইনিংসের পরও ভারত দলের নির্বাচকরা আস্থা রেখেছিলেন গিলের উপর।

কি দুরন্ত! শেষের দিকে মাত্র আট বল মোকাবেলা করে নিজের ইনিংস তিনি নিয়ে যান ১৬৯ থেকে ২০০ তে। পাঁচটি ছক্কা হাকিয়েছেন তিনি। লকি ফার্গুসন স্রেফ তাকিয়ে থেকেছেন। তাঁর মত অভিজ্ঞ একজন বোলারকে পরপর তিন বলে ছক্কা মেরেছেন তিনি। ব্ল্যাকক্যাপস বোলারদের রীতিমত শাসন করে ১৪৫ বলে ২০৮ রান করে থামেন শুভমন গিল।

অসাধারণ ব্যাটিং শৈলীর পসরা সাজিয়েছিলেন হায়দ্রবাদের মাটিতে। এদিন যেন নিউজিল্যান্ডের বোলারদের কাছে গিলের কোন জবাব ছিল না। রাজার বেশে তিনি দাপট দেখিয়েছেন। বীরদর্পে ব্যাট চালিয়েছেন। নয়খানা ছক্কা হাকিয়েছেন তিনি, পাশাপাশি ১৯ টি বাউন্ডারি এসেছে তাঁর ব্যাট থেকে। ক্রিকেটের ব্যাকরণ মেনেই তিনি মুগ্ধতা ছড়িয়েছেন বাইশ গজে। বহুকাল মনে রাখবার মত একটি ইনিংসের উপহারই যেন তিনি দিলেন। ২৩ বছর ১২৩ দিন বয়সে ডাবল সেঞ্চুরি করা সর্বকনিষ্ঠ ক্রিকেটার এখন গিল।

এই নিয়ে ১০টি ডাবল সেঞ্চুরির দেখা পেয়েছে ওয়ানডে ক্রিকেট। যার মধ্যে সাতটিই করেছেন ভারতের ক্রিকেটাররা। সেসব রেকর্ড গড়ার পাশাপাশি নিজের দখলে আরও একটি রেকর্ড বাগিয়েছেন শুভমন গিল। ওয়ানডেতে দ্রুততম হাজার করা ব্যাটারদের তালিকায় তিনি পেছনে ফেলেছেন, বিরাট কোহলি ও শিখর ধাওয়ানকে। মাত্র ১৯ ম্যাচ খেলেই হাজার খানেক রানের মালিক এখন শুভমন গিল। দ্বিতীয়তে থাকা খেলোয়াড়দের সাথে তাঁর ম্যাচের পার্থক্য পাঁচ ম্যাচের।

এতসব রেকর্ডের দিনে শুভমন গিল যেন বলে দিলেন ভারতকে দুশ্চিন্তামুক্ত থাকতে। ভারতের পাইপলাইনে বরাবরই খেলোয়াড়দের খুব বেশি অভাব হয় না। তবে লড়াই হয় প্রচণ্ড। সেই লড়াইয়ে এখনও ভালভাবে টিকে আছেন শুভমন গিল। আসন্ন ওয়ানডে বিশ্বকাপে তিনি দলে জায়গা পাওয়ার জোর দাবিই যেন জানিয়ে যাচ্ছেন নিজের খেলা সাম্প্রতিক ইনিংস গুলোতে। গিলদের মত খেলোয়াড়দের দুর্দান্ত এই ফর্ম অব্যাহত থাকলে, নিশ্চয়ই আরও একবার ঘরের মাঠে বিশ্বজয়ের কাব্য লিখবে ভারত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link