ভারত-ইংল্যান্ড দ্বিতীয় ম্যাচের দ্বিতীয় ইনিংসে ভারতীয় ব্যাটিং লাইনআপের গল্পটা ছিল মুদ্রার দুই পিঠের মত। একপ্রান্তে আসা যাওয়ার মিছিলে ব্যস্ত ছিলেন ব্যাটাররা, অন্যপ্রান্তে অবিচল থেকে রান করেছেন শুভমান গিল। আউট হওয়ার আগে ১০৪ রান এসেছে তাঁর ব্যাট থেকে। তবে এমন পারফরম্যান্সের পরেও বাবার কাছ থেকে প্রশংসা পাবেন না তিনি – কারণ যেভাবে আউট হয়েছেন সেটা মোটেই পছন্দ হয়নি কারো।
এই ব্যাপারে গিল বলেন, ‘আমি তাই মনে করি(সমালোচনা)। হোটেলে ফিরে আসার পরেই আমি জানতে পারব, কিন্তু আমার তাই মনে হচ্ছে। সে (বাবা) আমার বেশিরভাগ খেলা দেখতে আসে, তবে তেমন কোনো চাপ নেই।’
নিজের সেঞ্চুরি নিয়ে তিনি বলেন, ‘অবশ্যই সন্তুষ্ট কিন্তু আমি বাইশ গজে কয়েকটি ভুল করেছি। তা নাহলে হয়তো আমরা আরও রান করতে পারতাম।’ আসলেই সত্য, এই তরুণ রিভার্স সুইপ করতে গিয়ে যেভাবে আউট হয়েছেন তাতে আঙুল তোলাই যায়। যদিও মাঠ ছাড়ার আগে কাজের কাজটা করে দিয়েছিলেন তিনি।
তাঁর এই শতকের কল্যাণে এখন ম্যাচের নিয়ন্ত্রণ স্বাগতিকদের হাতে। জয়ের ব্যাপারে তাই আশাবাদী এই তারকা। তিনি বলেন, ‘ব্যাটিং করার জন্য পিচ বেশ কঠিন, নিজের সেরাটা দিতে হয়। উইকেটে স্পিন দেখা যাচ্ছে, আশা করি ভাল জায়গায় বল ফেলতে পারবে বোলাররা।’
এই ডানহাতি আরো যোগ করেন, ‘ম্যাচ এখন ৭০-৩০ অবস্থায় আছে। সকালের সেশন বেশি গুরুত্বপূর্ণ, পেসাররা মুভমেন্ট আদায় করে নিতে পারে। ভাল জায়গায় ভাল লাইনে বল করতে পারলে নিশ্চয়ই প্রত্যাশিত ফলাফল হবে।’
বিশাখাপত্তন টেস্টের তিনদিন শেষে ভারতের জয়ের জন্য প্রয়োজন নয় উইকেট আর বেন স্টোকসদের দরকার ৩৩২ রান। অঘটন না ঘটলে সম্ভাবত রোহিত শর্মারাই হাসবেন শেষ হাসি, তবে নিশ্চিত হওয়ার সুযোগ নেই।