গৌতমের ‘পাপেট’ শুভমান!

মহেন্দ্র সিং ধোনির পর বিরাট কোহলি, এরপর রোহিত শর্মারা নিজেদের মত করেই মাঠের ক্রিকেটের নেতৃত্ব দিয়ে গেছেন। কিন্তু গিল সেই স্বাধীনতাটুকু এবার পাবেন কি-না তা নিয়ে রয়েছে সংশয়।

ভারতের টেস্ট ক্রিকেটে সম্ভবত সবচেয়ে শক্তিশালী হয়ে উঠলেন গৌতম গম্ভীর। কেন? কিভাবে? এই প্রশ্নগুলোর উত্তর হয়ত পরক্ষণেই মাথায় চলে এসেছে। এবারে মাঠের খেলার ছড়িও ঘুরবে ড্রেসিং রুম থেকে। শুভমান গিল অধিনায়ক হওয়ার পর থেকেই সে সংশয় দিয়েছে মাথাচাড়া।

পঞ্চম সর্বকনিষ্ঠ টেস্ট অধিনায়ক হয়েছেন শুভমান গিল। এর আগে মহারথীদের দখলে ছিল ভারতের টেস্ট দলের দায়িত্ব। তারা প্রত্যেকেই নিজেদের দর্শন ছড়িয়ে দিতে চেয়েছেন। মাঠে অন্তত নিজেদের মত করে দল পরিচালনা করেছেন। তবে এবার তেমনটি ঘটবে কি-না সে নিয়ে একটা সংশয়ের দেখা দিয়েছে।

গৌতম গম্ভীর বরাবরই কর্তৃত্ব ফলাতে পছন্দ করেন। সকল সিদ্ধান্তের শীর্ষে থাকতে চান তিনি। সেদিক বিবেচনায় শুভমানকে ‘পাপেট’ হিসেবে চাইলেই ব্যবহার করতে পারবেন গৌতম গম্ভীর। বেশ নির্ঝঞ্ঝাট এক চরিত্র। কোন বিতর্কের আগে বা পরে কোথাও নেই শুভমানের অবস্থান। স্রেফ নিজের ব্যাটিংয়েই তার সমস্ত মনোযোগ।

তাছাড়া এখনও ভারতের ক্রিকেটের শক্তিশালী কোন চরিত্র হয়ে ওঠা হয়নি শুভমান গিলের। কিন্তু বিগত বছরগুলোতে অন্তত পক্ষে টেস্ট ক্রিকেটে ভারতকে নেতৃত্ব দিয়েছেন বলিষ্ঠ সব অধিনায়ক। মহেন্দ্র সিং ধোনির পর বিরাট কোহলি, এরপর রোহিত শর্মা। তারা নিজেদের মত করেই মাঠের ক্রিকেটের নেতৃত্ব দিয়ে গেছেন।

কিন্তু গিল সেই স্বাধীনতাটুকু এবার পাবেন কি-না তা নিয়ে রয়েছে সংশয়। নতুন অধিনায়ক হওয়ার দৌড়ে ছিলেন ঋষাভ পান্তও। তাকে সহ-অধিনায়কের দায়িত্ব দেওয়া হয়েছে। তবে সফলতা পেতে হলে অধিনায়কের আলাদা স্ট্যান্ড থাকা প্রয়োজন। গৌতমের ছায়াতলে শুভমান আলাদা ব্যক্তিত্ব হিসেবে বিকশিত হতে পারবেন তো?

তাছাড়া বিদেশের মাটিতেও পারফরম করার একটা চাপ রয়েছে শুভমান গিলের। সেনা কন্ডিশনে তার ব্যাটিং গড় ১৭ এর ঘরে। এই ব্যাটিং গড় নিয়ে তিনি বেশিদূর এগোতে পারবেন না- তা প্রায় নিশ্চিত। তার উপর অদৃশ্য চাপ ঘনিভূত হচ্ছে। সেই চাপের সামনে মুখ থুবড়ে না পড়লেই হয়।

Share via
Copy link