মাত্র ৩৩ বলে টি-টোয়েন্টি ক্রিকেটে সেঞ্চুরি করেছেন সিকান্দার রাজা। না কোনো ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে নয়, রীতিমত আন্তর্জাতিক ক্রিকেটে ঘটেছে এমন ঘটনা। সিকান্দার রাজার ব্যাটিং যেন এদিন হার মানিয়েছে ভিডিও গেমসকেও।
যদিও, পুঁচকে দল গাম্বিয়ার বিপক্ষে পাওয়া এই সেঞ্চুরি টি-টোয়েন্টির ইতিহাসের দ্রুততম সেঞ্চুরি নয়। চলতি বছরের জুন মানে এস্তোনিয়ার সাহিল চৌহান মাত্র ২৭ বলে সেঞ্চুরি করেছিলেন সাইপ্রাসের বিপক্ষে। টি-টোয়েন্টি ক্রিকেটে অংশ নেওয়া সব দেশকেই আন্তর্জাতিক স্বীকৃতি দেওয়ার পর থেকে এই ঘটনা ঘটছে অহরহই।
সিকান্দার রাজার সেঞ্চুরিটি দ্রুততম টি-টোয়েন্টি সেঞ্চুরির তালিকায় আছে তৃতীয় স্থানে। টেস্ট খেলুড়ে দেশগুলোর মধ্যে তিনিই এখানে আছেন সবার ওপরে। দলের হয়ে সর্বোচ্চ ৪৩ বলে অপরাজিত ১৩৩ রান করেছেন জিম্বাবুয়ের এই অধিনায়ক। ইনিংসে ছিল সাতটি চার ও ১৫ টি ছক্কা।
টি-টোয়েন্টি বিশ্বকাপের আফ্রিকান অঞ্চলের বাছাই পর্বের ম্যাচে টস জিতে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ৩৪৪ রান করেছে জিম্বাবুয়ে। টি-টোয়েন্টিতে এটাও নতুন এক কীর্তি। সব রকম আন্তর্জাতিক টি-টোয়েন্টি মিলিয়ে এক ইনিংসে এত রান এর আগে কোনো দলই করতে পারেনি।
আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এতদিন দলীয় সর্বোচ্চ রানের রেকর্ড ছিল নেপালের দখলে। মঙ্গোলিয়ার বিপক্ষে ৩১৪ রান করেছিল তারা। এবার সেটি ভেঙে নতুন ইতিহাস লিখেছে জিম্বাবুয়ে। গাম্বিয়া নিশ্চয়ই এই দিনটা ভুলেই যেতে চাইবে।
ভুলে যেতে চাইবেন মুসা জোবারতে। নাইরোবিতে জিম্বাবুয়ের বিপক্ষে এদিন ৪ ওভার বল করে উইকেট না পেলেও গাম্বিয়ার এই বোলার দিয়েছেন ৯৩ রান। আন্তর্জাতিক টি-টোয়েন্টি তো বটেই, টি-টোয়েন্টি ইতিহাসে যা রেকর্ড। ২০ ওভারের ফরম্যাটে এক ইনিংসে সর্বোচ্চ রান হজম করার রেকর্ড এখন এই মুসার দখলে। আর মাত্র সাতটা রান আসলেই বোলার হিসেবে লজ্জার সেঞ্চুরি গড়ে ফেলতেন তিনি।