Social Media

Light
Dark

কড়া সূচির ফাঁদে শ্রীলঙ্কা, কাঠগড়ায় আইসিসি

বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে প্রোটিয়াদের কাছে শোচনীয়ভাবে পরাজিত হয় শ্রীলঙ্কা। ম্যাচের পরে তাদের খেলোয়াড়রা প্রেস কনফারেন্সের জন্যে তাড়াহুড়ো করছিলেন। এর কারণ হলো ম্যাচের পরপরই ব্রুকলিনে তাদের হোটেলে ছুটে যেতে হয়েছিল। মাত্র দেড় ঘন্টার মাঝে সব গুছিয়ে নিয়ে তাদের হোটেল ছাড়তে হয়।

ads

সন্ধ্যা ছয়টায় তাদের ডালাসের বিমানে বসতে হয়। বাংলাদেশের বিপক্ষে তাদের দ্বিতীয় ম্যাচটি খেলতে হবে সেখানেই। দক্ষিণ আফ্রিকার সাথে ম্যাচটি খেলতে তাদের পড়তে হয়েছিল বিড়াম্বনায়। বিলম্বিত হয় তাদের নিউইয়র্কগামী বিমান। যে কারণে মিয়ামি বিমানবন্দরে সাত ঘন্টা অপেক্ষা করতে হয়েছিল শ্রীলঙ্কা দলকে।

অধিনায়ক ওয়ানিন্দু হাসরাঙ্গা এবং থিকশানা মনে করেন তাদের সময়সূচি ও ব্যাবস্থাপনা দলের জন্য অন্যায্য ছিল। দলের পরিচালক মাহিন্দা আইসিসিকে একটি চিঠি দিয়েছেন। তবে তিনি স্বীকার করছেন যে, প্রয়োজনীয় পদক্ষেপ নিতে কিছুটা দেরি হয়ে গেছে।

ads

অংশগ্রহণকারী ২০ দলের মধ্যে ২ টি দলের প্রথম রাউন্ডের ম্যাচ ৪টি ভিন্ন ভিন্ন স্টেডিয়ামে পড়েছে, যার মাঝে একটি শ্রীলঙ্কায় ও অন্যটি নেদারল্যান্ডসে। যেখানে ভারত ও দক্ষিণ আফ্রিকা নিজেদের ৩ টি ম্যাচ একই মাঠে খেলবে এবং তারা মাঠের কাছাকাছি থাকার সুযোগও পায়।

অপরদিকে, শ্রীলঙ্কার হোটেল ছিল ব্রুকলিনে যা মাঠ থেকে অনেক দূরে। ফলস্বরূপ শ্রীলঙ্কা দিনটি খুব তাড়াতাড়ি শুরু করে এবং সকাল ৭ টার আগেই নাস্তা না করে হোটেল ত্যাগ করে। তবে তারা দক্ষিণ আফ্রিকার কাছে পরাজয়ের জন্য এটিকে দায়ী করছেন না।

এসব যৌক্তিক সমস্যা তাদের খেলায় কোনো প্রভাব ফেলছে কি না এমন প্রশ্নে হাসরাঙ্গা বলেন, ‘ আমরা তা বলতে পারি না। গত কয়েক দিন থেকে আমাদের কঠিন সময় যাচ্ছে। চারটি মাঠে চারটি ম্যাচ, এটি অনেক কঠিন। আমরা এখানকার পিচ সম্পর্কে কিছু জানতাম না। নিউইয়র্কে এটিই আমাদের খেলা প্রথম ম্যাচ। ডালাসে আমাদের পরবর্তী ম্যাচ, যেখানকার আবহাওয়া সম্পর্কেও আমরা জানি না। পরবর্তী খেলা ফ্লোরিডায় যেখানে আমরা দুইটি ম্যাচ খেলেছি, এটাই আমাদের একমাত্র সুবিধা।’

যেহেতু তারা ডালাসের বিমান তাড়াতাড়ি নিয়েছিল, এটি শ্রীলঙ্কার জন্য ছোট সান্ত্বনা হবে কারণ বাংলাদেশের বিপক্ষে খেলার প্রস্তুতির জন্য তারা একদিন বেশি সময় পাবে। নিউইয়র্কের বিলম্বিত বিমানের জন্য তারা ম্যাচের একদিন আগে এসেছিল এবং বিশ্রাম নিয়েছিল। অপরদিকে, দক্ষিণ আফ্রিকা সেখানে আগে থেকেই ছিল এবং অনুশীলন এর সুযোগ পেয়েছিল। যার ফলাফল মাঠে দেখা দেয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link