স্নায়ুচাপে কাবু সোবাহানা

স্নায়ুচাপকে আরেকটু নিয়ন্ত্রণ করতে পারলেই হয়ত ছুঁয়ে ফেলতেন মাইলফলক। বয়সের সাথে সাথে নিশ্চয়ই এ বিষয়ে দক্ষতা অর্জন করে ফেলবেন সোবাহানা মোস্তারি। 

তরুণ ব্যাটার। মাইলফলকের হাতছানি। দলকেও জেতানোর চাপ। সবকিছু মিলিয়ে খানিকটা দিশেহারা হয়ে গিয়েছিলেন সোবাহানা মোস্তারি। আর তাতেই দারুণ খেলতে থাকা ইনিংসের সমাপ্তি ঘটে। ৪৫ রানে থমকে যায় সোবাহানার ইনিংস।

মাত্র ২২ বছর বয়স সোবাহানার। এরই মধ্যে নিজের একটা ছাপ ফেলতে শুরু করেছেন বাংলাদেশ নারী ক্রিকেট দলে। আয়ারল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে ধারাবাহিক রানের দেখা পেয়েছেন। প্রথম ম্যাচে ৪৬ রান করেছিলেন। দ্বিতীয় ম্যাচে আউট হয়েছেন অবশ্য এক রানে। তৃতীয় ম্যাচে আবারও ৪০ পার করা ইনিংস এসেছে তার ব্যাট থেকে।

ওপেনিংয়ে নেমে বাংলাদেশকে একটা শুভ-সূচনাই এনে দিতে চেয়েছিলেন সোবাহানা মোস্তারি। হোয়াইট ওয়াশ হওয়ার দ্বারপ্রান্তে দাঁড়িয়ে বাংলাদেশ নারী দল। তাইতো লজ্জা এড়ানোর আপ্রাণ চেষ্টাই ছিল সোবাহানার কাছ থেকে। ৩৫ বলে ৪২ রান করে এগিয়ে যাচ্ছিলেন নিজের প্রথম হাফ সেঞ্চুরির দিকে।

কিন্তু হুট করেই মাথায় যেন ভর করে রাজ্যের দুশ্চিন্তা। লম্বা এক জুটির পতনের পরই সম্ভবত খানিকটা প্যানিক করে বসেন সোবাহানা। এর আগে শারমিন আক্তার সুপ্তাকে নিয়ে ৭১ রানের একটা দুর্দান্ত জুটি গড়েছিলেন সোবাহানা। সুপ্তার বিদায়ে ভাঙে সেই জুটি।

এরপরই স্নায়ুচাপ যেন দীর্ঘ হয় সোবাহানার। তিনি যেন ব্যাটে-বলে ঠিকঠাক সংযোগই ঘটাতে পারছিলেন না। আউট হয়েছেন ৪৩ বলে ৪৫ রান করে। অর্থাৎ পরবর্তী ৮ বলে তিনি নিতে পেরেছেন মাত্র ৩ রান। ফিল্ডারদের মাঝে থাকা জায়গাকে ব্যবহার করতে চেয়েছিলেন তিনি। সেটাও হচ্ছিল না ঠিকঠাক।

এরপর এমি ম্যাগুয়েরের বলে লেগ বিফোরের ফাঁদে পড়ে আউট হন সোবাহানা। স্নায়ুচাপকে আরেকটু নিয়ন্ত্রণ করতে পারলেই হয়ত ছুঁয়ে ফেলতেন মাইলফলক। বয়সের সাথে সাথে নিশ্চয়ই এ বিষয়ে দক্ষতা অর্জন করে ফেলবেন সোবাহানা মোস্তারি।

Share via
Copy link