আড়ালে-আবডালে সোহানের ব্যাট হাসে আনমনে

নুরুল হাসান সোহান হয়ত মাঝেমাঝেই ভাবেন, ‘দোষ কি আমার?’ ভাবনার দুনিয়ার তিনি হারিয়ে যান হয়ত এই প্রশ্নের উত্তর খুঁজতে খুঁজতে।

ওয়াইডিশ ইয়োর্কার বলটাকে আলতো টোকায় ঠেলে দিয়ে সেঞ্চুরি পূর্ণ করেন নুরুল হাসান সোহান। এরপরই শুরু করলেন একটা তাণ্ডব। মাত্র ১৭ বলে পরবর্তী ৩২ রান তোলেন তিনি। তাতে করে ধানমন্ডি স্পোর্টস ক্লাবের সংগ্রহ ২৭৭ অবধি পৌঁছায়। দারুণ ইনিংসের ফিনিশিং টাচটাও তিনি দিয়েছেন দূর্দান্তভাবে।

নুরুল হাসান সোহান হয়ত মাঝেমাঝেই ভাবেন, ‘দোষ কি আমার?’ ভাবনার দুনিয়ার তিনি হারিয়ে যান হয়ত এই প্রশ্নের উত্তর খুঁজতে খুঁজতে। কিন্তু মাঠে নামলেই তিনি সবকিছু ভুলে ক্রিকেটকে উপভোগ করতে চান। আর তেমনই এক দিনে লিস্ট এ ক্যারিয়ারের আরও একটি সেঞ্চুরির দেখা পেলেন সোহান।

জাতীয় দলের ওয়ানডে ফরম্যাট থেকে বিদায় নিয়েছেন দুই অভিজ্ঞ ক্রিকেটার। মুশফিকুর রহিমের লাইক টু লাইক বিকল্প হতে পারতেন নুরুল হাসান সোহান। উইকেট রক্ষণে তিনি বাংলাদেশের অন্যতম সেরা, সেটা সবারই জানা। আবার ফিনিশিং পজিশন থেকে মাহমুদউল্লাহ রিয়াদও বিদায় বলেছেন ওয়ানডে ক্রিকেটকে। সেই পজিশনের জন্যেও বিবেচিত হতে পারতেন সোহান।

কিন্তু কোন এক অদ্ভুত কারণে সোহান নেই কোন প্রকার আলোচনায়। তাকে কেউ রাখছেই না ভাবনাতে। বয়সটা কাগজে-কলমে ৩১ এর ঘরে। নিদেনপক্ষে দলকে বছর চারেক সার্ভিস দিতে পারবেন তিনি। তবুও অদৃশ্য পর্দার আড়ালে থেকে যাচ্ছেন সোহান।

অবজ্ঞার জবাব তিনি ব্যাট হাতে দিতে চাইছেন। ধানমন্ডি স্পোর্টস ক্লাবের হয়ে তাইতো তিনি নিজের সক্ষমতা প্রদর্শনের চেষ্টা চালিয়ে যাচ্ছেন। শাইনপুকুরের বিপক্ষে ৭৬ রানে চার উইকেট হারিয়ে বিপাকে পড়েছিল ধানমন্ডি। সেই বিপাক সামাল দিলেন সোহান। ১১৪ বলের একটা সংগ্রামী শতক আদায় করেন তিনি। শতক হাঁকানোর পর আর নিজেকে আটকে রাখেননি।

ইনিংস শেষ হওয়া অবধি থেকেছেন অপরাজিত। ১৩২ রান যুক্ত করেছেন তিনি নিজের নামের পাশে। একই দিনে তিনি দেখালেন, ইনিংসের হাল ধরা আর আগ্রাসী ব্যাটিং- দু’টো কাজেই সোহান সমান পারদর্শী। তবুও কি জাতীয় দলের ভাবনাতে তিনি আসবেন না?

Share via
Copy link