বল টেম্পারিং ইস্যু, মস্তিষ্কের ব্যবহারটাও জরুরী

চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপেই ভারতের বিরুদ্ধে বল টেম্পারিংয়ের অভিযোগ তুলে আলোচনার জন্ম দিয়েছেন ইনজামাম উল হক।

বিভিন্ন সময়ে হাস্যকর মক্তব্য করে আলোচনায় এসেছিলেন পাকিস্তানের অনেক ক্রিকেটার। চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপেই ভারতের বিরুদ্ধে বল টেম্পারিংয়ের অভিযোগ তুলে একই পথে হেঁটেছেন ইনজামাম উল হক। তাঁর এমন মন্তব্যের পরিপ্রেক্ষিতে রোহিত শর্মা বেশ বিরক্তই হয়েছেন, সেই সাথে পাক তারকাকে কথা বলার আগে বিবেক ব্যবহার করার আহ্বান জানিয়েছেন তিনি।

মাঝের ওভারে কিংবা ডেথে বোলিং করার সময় আর্শদীপ সিংকে রিভার্স সুইং করাতে দেখা গিয়েছিল। এমন অস্বাভাবিক দৃশ্য স্বাভাবিকভাবে নিতে পারেননি ইনজামাম; তাঁর দাবি, টিম ইন্ডিয়া অনৈতিক পন্থার আশ্রয় নিয়েছে।

সাবেক এই ব্যাটার বলেন, ‘আর্শদীপের বল এভাবে রিভার্স সুইং করছে, এর মানে কিন্তু বলে কিছু না কিছু করা হয়েছে।’ – মূলত বল টেম্পারিংয়ের দিকেই ইঙ্গিত করেছিলেন তিনি। তাই তো ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচের আগে সংবাদ সম্মেলনে ভারতীয় অধিনায়ককে এ ব্যাপারে প্রশ্ন শুনতে হয়।

উত্তরে তিনি বলেন, ‘আমি আর কি বলব, এখানকার উইকেট, কন্ডিশন আপনারা দেখছেন না? এটা তো অস্ট্রেলিয়া বা ইংল্যান্ড নয়। এখানের উইকেটের কারণেই ১২ থেকে ১৫ পনেরো ওভারের মধ্যে রিভার্স সুইং হয়ে থাকে। সব দলের সাথেই ঘটছে এমনটা, শুধু আমাদের সাথে নয়।’

এরপরই পাকিস্তানের কিংবদন্তি ব্যাটারকে আরেকটু ভেবে চিন্তে কথা বলার পরামর্শ দেন ভারতীয় এই ওপেনার। তিনি বলেন, ‘মাঝে মাঝে মানুষকে একটু মস্তিষ্কের ব্যবহারও করতে হয়, ঠিক করে ভাবতে হয়।’

অস্ট্রেলিয়ার ম্যাচের পরই মূলত বল টেম্পারিংয়ের অভিযোগ তুলেছিলেন ইনজামাম। তিনি বলেছিলেন, ‘আর্শদীপ পনেরোতম ওভারে যখন রিভার্স সুইং করায়, তখন বুঝতে হবে এক দুই ওভার আগে বলকে সেভাবে প্রস্তুত করা হয়েছে। আম্পায়ারদের চোখ খোলা রাখা উচিত, বলের ওপর কোন না কোন কাজ করা হয়েছে।’

Get real time updates directly on you device, subscribe now.

আরও পড়ুন
মন্তব্যসমূহ
Loading...