বিসিসিআইয়েই কাছেই সমাধান চাইলেন সৌরভ

ক্রিকেটে একচ্ছত্র আধিপত্য ভারতীয়দের । মাঠ ও মাঠের বাইরে অলিখিত রাজা তারা। সেই ভারতের ক্রিকেট দলই কিনা খাবার নিয়ে অব্যবস্থাপনার শিকার। তাও আবার বিশ্বকাপের মঞ্চে।

মঙ্গলবার নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচের আগে প্র্যাকটিস সেশনের পর রোহিত শর্মা-বিরাট কোহলিদের নাস্তা হিসেবে দেওয়া হয় ঠান্ডা স্যান্ডউইচ ও ফল। কিন্তু দুপুরের ওই সময়ে ভারতীয় ক্রিকেটাররা এসব নাস্তার পরিবর্তে দুপুরের খাবারেরই আশা করেছিলেন। নিজেদের প্রত্যাশা মত খাবার না পাওয়ায় এবং পরিবেশন করা খাবার গুলো যথাযথ না হওয়ায় তাঁরা এই খাবার না খেয়ে হোটেলে ফিরেই খাবার খাওয়ার সিদ্ধান্ত নেন।

এ খবর বাইরে আসার পর থেকে তুমুল সমালোচনার শিকার হচ্ছে আইসিসি। এমনকি আয়োজক দলকে এ নিয়ে জবাবদিহিতার জন্য বাধ্য করা হবে বলেও জানায় তারা। তবে ১৩০ কোটির মানুষের দেশকে জবাবদিহিতার কথা বলে কি শান্ত করা যায়? তা সম্ভবও হয়নি।

এ বিষয়ে এবার জানতে চাওয়া হয় বিসিসিআইয়ের সাবেক সভাপতি সৌরভ গাঙ্গুলির মতামত। কলকাতার ক্রীড়া সাংবাদিক ক্লাবে আয়োজিত এক অনুষ্ঠানে প্রিন্স অফ কলকাতা খ্যাত গাঙ্গুলি বলেন, ‘আমি নিশ্চিত বিসিসিআইয়ের দায়িত্বশীলরা এ বিষয়ে পদক্ষেপ নেবেন।’

এসময় ইংল্যান্ডের বিপক্ষে আয়ারল্যান্ডের জয় নিয়ে তিনি বলেন, ‘আমি মনে করি না এটাই প্রকৃত ফলাফল। আমি জানি ইংল্যান্ড এই পরিস্থিতি থেকে ফিরে আসবে। বৃষ্টির উপর আপনার আমার কারও হাত নেই।’

কমনওয়েলথ গেমসে পদক জয়ী বাঙালি ক্রীড়াবিদদের সম্মাননা জানানোর উদ্দেশ্যে আয়োজিত এক অনুষ্ঠানের ফাঁকে এসব কথা বলেন সাবেক এই ভারতীয় ক্রিকেটার। বিসিসিআিইয়ের সভাপতির দায়িত্ব ছাড়ার পর আবারও এই সাবেক ক্রিকেটার এখন মন দিয়েছেন ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গলে (সিএবি)।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link