পাকিস্তানের স্পিন আক্রমণ সামলাতে গিয়ে একেবারে নাস্তানাবুদ হলো দক্ষিণ আফ্রিকা। সিরিজ নির্ধারণী ম্যাচে অসহায় আত্মসমর্পণ করল প্রোটিয়া ব্যাটাররা। আবরার আহমেদ, মোহাম্মদ নাওয়াজদের ঘূর্ণী জাদুর সামনে গুটিয়ে গেল মাত্র ১৪৩ রানে।
ফয়সালাবাদে টসে জিতে ব্যাটিং নিয়েছিল দক্ষিণ আফ্রিকা। ইনিসের গোড়াপত্তণ করতে নেমে টান তিন ম্যাচে ৫০ পেরোনো জুটি এলো কুইন্টন ডি কক এবং লুহান ড্রে প্রেটোরিয়াসের ব্যাটে। ৭২ রানের মাথায় সালমান আলী আঘার আঘাতে প্রেটোরিয়াসের বিদায়ের পর সেই জুটি থামে। সালমানের পরের শিকার টনি ডি জর্জি, আর সেখান থেকেই প্রোটিয়াদের ছন্দপতন ঘটে।

ডি কক ৫৩ রানে ফেরেন মোহাম্মদ নাওয়াজের শিকার হয়ে। আফ্রিকার মিডল অর্ডার হাওয়াই মিঠাইয়ের মত মিলিয়ে যায়। আবরার আহমেদ রীতিমতো যমদূত হয়ে আসেন ব্যাটারদের সামনে। ১০ ওভারে ২৭ রান দিয়ে তুলে নেন চার চারটি উইকেট। ধুলোয় মিশিয়ে দেন প্রোটিয়া ব্যাটিং লাইনআপ।
দাপুটে শুরুর পরও দক্ষিণ আফ্রিকা মাত্র ১৪৩ রানেই অলআউট হয়ে যায়। স্পিনাররাই এর মূল কারিগর। সালমান, আবরার, নাওয়াজ তিনজন মিলেই তুলে নিয়েছেন আট উইকেট। শুধু উইকেট তোলাই নয়, রান দেওয়ার ক্ষেত্রেও ছিলেন যথেষ্ট কৃপণ। সবার ইকোনমি রেট তাই পাঁচের নিচে।

পাকিস্তান বরাবরই পেস আক্রমণে বিশ্বাসী দল। তবে স্পিনাররাও কম যান না। এই ম্যাচে সেই প্রমাণটাই দিলেন আবরাররা। যখনই দরকার তখনই ব্রেকথ্রু এনে দেওয়া, রান আটকানো সবকিছু সুনিপুন হাতে করলেন তারা। আর তাতেই কুপোকাত হলো দক্ষিণ আফ্রিকা।
Share via:











