তালগোল পাকিয়ে দিশেহারা হায়দ্রাবাদের ফ্যাবুলাস ফাইভ

তিনশ রান করার হুমকি দিয়েই মাঠে নেমেছিল দলটি। তুখোড়, মারকুটে, বিধ্বংসী ব্যাটার রয়েছেন হায়দ্রাবাদের ব্যাটিং অর্ডারে। কিন্তু তারা প্রত্যেকেই যেন নিষ্ফলা পঞ্চপাণ্ডব, হায়দ্রাবাদের আদরের ফ্যাবুলাস ফাইভ!

হায়দ্রাবাদের টপ ফাইভ-এর ঠিক কি হল? এবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ শুরু হওয়ার আগে, বহু আলোচনা হয়েছে সানরাইজার্স হায়দ্রাবাদের ব্যাটিং লাইনআপ নিয়ে। তিনশ রান করার হুমকি দিয়েই মাঠে নেমেছিল দলটি। তুখোড়, মারকুটে, বিধ্বংসী ব্যাটার রয়েছেন হায়দ্রাবাদের ব্যাটিং অর্ডারে। কিন্তু তারা প্রত্যেকেই যেন নিষ্ফলা পঞ্চপাণ্ডব, হায়দ্রাবাদের আদরের ফ্যাবুলাস ফাইভ!

ট্রাভিস হেড, অভিষেক শর্মার ওপেনিং জুটি। এরপর তিন নম্বরে ঈশান কিষাণ, চার নম্বরে কখনো নিতীশ কুমার রেড্ডি কখনো আবার হেনরিখ ক্লাসেন। এই যদি হয় একটা দলের প্রথম পাঁচ ব্যাটারের নাম, তখন প্রতিপক্ষের ভয় পাওয়া অবধারিত।.৩০০ রান করার আলোচনাও তাই অবান্তর নয়।

তাইতো চর্চার হয়েছে তাদের বিপক্ষে প্রতিপক্ষ বোলারদের পরিকল্পনা ঠিক কি হবে? কিন্তু সেই আলোচনাকে অপ্রয়োজনীয় বানিয়ে ফেলছেন যেন তারা প্রত্যেকেই। প্রথম ম্যাচটাতেই এই পাঁচ ব্যাটারের রুদ্রমূর্তি দেখেছিল সকলে। তাদের বিধ্বংসী ব্যাটিংয়ে ২৮৬ রান স্কোরবোর্ডে তুলেছিল সানরাইজার্স হায়দ্রাবাদ। কিন্তু সেখানেই শেষ, এরপর তারা কেবলই ছায়ামানব।

নিজেদের নামের প্রতি সুবিচার করতে পারছেন না তারা কেউই। গণ অফফর্মে যাওয়ার সিদ্ধান্তই যেন নিয়েছেন তারা। সমস্যাটা ঠিক কোথায় হচ্ছে? প্রথমত, অতিরিক্ত প্রত্যাশার চাপ। এই পাঁচ জনের প্রত্যেকেই দুর্ধর্ষ ব্যাটার। শুধু কাগজে-কলমে নয়, নিজেদের সক্ষমতা তারা প্রমাণ করেই সেই স্থান দখল করেছেন। স্বাভাবিকভাবেই তাদের কাছ থেকে ফ্রাঞ্চাইজির প্রত্যাশা বেশি।

সেই প্রত্যাশার চাপে নিজেদের নিঙড়ে দিতে গিয়ে তালগোল পাকিয়ে ফেলছেন অভিষেক শর্মারা। তাছাড়া তারা প্রত্যেকেই বলের ক্লিন হিটার। ব্যাটে বল ঠিকঠাক ভাবে আসলে তারা হয়ে উঠতে পারেন প্রতিপক্ষ বোলারদের যমদূত। কিন্তু এবারের আইপিএলে ততটাও ব্যাটিং সহায়ক উইকেটের দেখা মিলছে না। এ কারণেও হয়ত খেই হারিয়েছে হায়দ্রাবাদের টপ ফাইভ।

এবারের সানরাইজার্স হায়দ্রাবাদের পরিকল্পনার পুরো জায়গা জুড়েই ছিলেন এই পাঁচ ব্যাটার। তাদের বেধম প্রহারে ম্যাচ ভাগ্য নিজেদের পক্ষে নিয়ে আসতে চেয়েছিল হায়দ্রাবাদ ফ্রাঞ্চাইজি। যেহেতু তারা প্রায় প্রতিটা ম্যাচেই ব্যর্থ হচ্ছেন, তাইতো হায়দ্রাবাদের ভাগ্যও পরিবর্তন হচ্ছে না। গেল আসরের রানার্সআপ দলটা জয়ের রাস্তা প্রায় ভুলেই গেছে।

 

Share via
Copy link