হায়দ্রাবাদের স্বান্তনার জয়ে কোহলিদের বিপদ

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) গ্রুপ পর্বে নিজেদের ১৩ তম ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে ৪ রানে হারিয়ে শান্তনার জয় পেয়েছে পয়েন্ট টেবিলের একদম তলানিতে থাকা সানরাইজার্স হায়দ্রাবাদ। আর হেরে প্রথম কোয়ালিফায়ারের দৌড় থেকে ছিটকে গেল বিরাট কোহলির দল।

১৪২ রানের ছোট লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটাই ভালো হয়নি বেঙ্গালুরুর। ইনিংসের প্রথম ওভারেই ভূবনেশ্বর কুমারের বলে লাইন মিস করে এলবিডব্লিউয়ের ফাঁদে পড়ে ফিরে যান বিরাট কোহলি। ব্যাঙ্গালুরুর অধিনায়কের ব্যাট থেকে আসে ৪ বলে ৫ রান।

দলীয় ৬ রানে কোহলি বিদায় নেওয়ার পর উইকেটে এসে বেশিক্ষণ থাকতে পারেননি ড্যানিয়েল ক্রিস্টিয়ান। সিদ্ধার্থ কৌউলের প্রথম শিকার হয়ে ৪ বলে ১ রান করে ফিরে যান তিনি। এরপর শ্রীকার ভারতকে উমরান মালিক ফিরিয়ে দিলে ৩৮ রানে ৩ উইকেটে হারিয়ে বিপর্যয়ে পড়ে বেঙ্গালুরু।

এরপর চতুর্থ উইকেটে দেবদূত পাডিকালকে সাথে নিয়ে ৫৪ রানের জুটি গড়ে বিপর্যয় সামাল দেন গ্লেন ম্যাক্সওয়েল। এই জুটিতে যখন জয়ের দিকে এগিয়ে যাচ্ছিল ব্যাঙ্গালুরু তখনই রান আউটের ফাঁদে পড়ে বিদায় নেন ম্যাক্সওয়েল। তবে ২৫ বলে ৪০ রান করে ফিরে যান ম্যাক্সওয়েল।

এরপর পাদ্দিকাল ৫২ বলে ৪১ রানের ধীরগতির ইনিংস খেলে পাদ্দিকাল ফিরে গেলে শেষের দিকে চেষ্টা করেও জয় নিশ্চিত করতে পারেননি ডি ভিলিয়ার্স। শেষ ওভারে ১৩ রানের প্রয়োজন হলে ব্যাঙ্গালুরু নিতে পারে মাত্র ৮ রান। ভিলিয়ার্স অপরাজিত থাকেন ৯ বলে ১৯ রান করে। হায়দ্রাবাদের বোলারদের ভিতর একটি করে উইকেট শিকার করেন রশিদ খান, জেসন হোল্ডার, ভূবনেশ্বর কুমার ও উমরান মালিক।

এর আগে টসে হেরে প্রথমে ব্যাট করতে নামা হায়দ্রাবাদের শুরুটাই ভালো হয়নি। ইনিংসের দ্বিতীয় ওভারেই জর্জ গার্টনের প্রথম শিকার হয়ে ফিরে যান অভিষেক শর্মা। ১৪ রানে উদ্বোধনী জুটি ভাঙার পর দ্বিতীয় উইকেটে ঘুরে দাঁড়ায় হায়দ্রাবাদ। কেন উইলিয়ামসনকে নিয়ে ৭০ রানের জুটি গড়েন জেসন রয়।

হার্শাল প্যাটেলের বলে লাইন মিস করে ২৯ বলে ৩১ রান করা উইলিয়ামসন ফিরে গেলে ভাঙে এই জুটি। এই জুটি ভাঙার পর হায়দ্রাবাদের ইনিংসে জোড়া আঘাত হানেন ড্যানিয়েল ক্রিস্টিয়ান। ১৪ তম ওভারের প্রথম বলে প্রিয়ম গার্গকে ফিরিয়ে দেওয়ার পর শেষ বলে রয়কে ফিরিয়ে দেন এই পেসার।

১১ বলে ১৫ রান করেন গার্গ আর রয়ের ব্যাট থেকে আসে ৩৮ বলে ৪৪ রান। এরপর যুবেন্দ্র চাহালের প্রথম শিকার হয়ে আবদুল সামাদ (১) ফিরে গেলে ১০৭ রানে ৫ উইকেট হারিয়ে ব্যাটিং বিপর্যয়ে পড়ে হায়দ্রাবাদ। এরপর প্যাটেলের জোড়া আঘাতে ঋদ্ধিমান সাহা ও জেসন হোল্ডার ফিরে গেলে বড় রানের স্বপ্ন শেষ হয়ে যায় হায়দ্রাবাদের।

সাহা করেন ৮ বলে ১০ রান ও হোল্ডারের ব্যাট থেকে আসে ১৩ বলে ১৬ রান। শেষ পর্যন্ত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৪১ রান সংগ্রহ করে হায়দ্রাবাদ। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর পক্ষে হার্শাল প্যাটেল তিনটি এবং ড্যানিয়েল ক্রিস্টিয়ান দুটি উইকেট শিকার করেন। এছাড়া একটি করে উইকেট পেয়েছেন যুজবেন্দ্র চাহাল ও জর্জ গার্টন।

  • সংক্ষিপ্ত স্কোর

সানরাইজার্স হায়দ্রাবাদ: ১৪১/৭ (ওভার: ২০; রয়- ৪৪, শর্মা- ১৩, উইলিয়ামসন- ৩১, গার্গ- ১৫, সামাদ- ১, সাহা- ১০, হোল্ডার- ১৭, রশিদ- ৭*) (প্যাটেল- ৪-০-৩৩-৩, ক্রিস্টিয়ান- ৩-০-১৪-২, চাহাল- ৪-০-২৭-১, গার্টন- ২-০-২৯-১)

রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু: ১৩৭/৬ (ওভার: ২০; কোহলি- ৫, পাদ্দিকাল- ৪১, ক্রিস্টিয়ান- ১, ভারত- ১২, ম্যাক্সওয়েল- ৪০, ভিলিয়ার্স- ১৯*) (মালিক- ৪-০-২১-১, হোল্ডার- ৪-০-২৭-১)

ফলাফল: সানরাইজার্স হায়দ্রাবাদ ৪ রানে জয়ী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link