বিপিএল নিলামে লঙ্কানদের আধিপত্ত

বিপিএলে বরাবরই পাকিস্তানিদের প্রতি আগ্রহ থাকে ফ্র্যাঞ্চাইজিগুলো। সেই জায়গাটা এবার নিয়ে ফেলেছে শ্রীলঙ্কান ক্রিকেটাররা।

অ্যাঞ্জেলো ম্যাথুস নিজেও সম্ভবত ভাবেননি বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) তিনি দল পেয়ে যাবেন। অসম্ভবকে সত্যি করে, তাঁকে ৩৫ হাজার ডলারে দলে ভিড়িয়েছে সিলেট টাইটান্স। আসলে শুধু সিলেট নয়, সবারই ঝোঁক ছিল লঙ্কানদের প্রতি।

সর্বোচ্চ দাম পাওয়া বিদেশি ক্রিকেটারও একজন লঙ্কান। তিনি হলেন অলরাউন্ডার ও লঙ্কানদের সাবেক অধিনায়ক দাসুন শানাকা। ৫৫ হাজার ডলারে তাঁকে দলে নিয়েছে ঢাকা ক্যাপিটালস। তাঁকে নিয়ে বেশি একটা বিস্ময় নেই। তবে, বিস্ময় প্রকাশ করা যেতে পারে ম্যাথুসকে নিয়ে।

একইরকম বিস্ময়কর বাছাই হলেন নিরোশান ডিকওয়েলা। শ্রীলঙ্কান এই উইকেটরক্ষক ব্যাটারকে দলে নিয়েছে চট্টগ্রাম রয়্যালস। দাম ৩৫ হাজার ডলার। একই দল ২০ হাজার ডলারে নিয়েছে অ্যাঞ্জেলো পেরেরাকেও।

বিপিএলে বরাবরই পাকিস্তানিদের প্রতি আগ্রহ থাকে ফ্র্যাঞ্চাইজিগুলো। সেই জায়গাটা এবার নিয়ে ফেলেছে শ্রীলঙ্কান ক্রিকেটাররা। রাজশাহী ওয়ারিয়র্সও ভরসা রেখেছে লঙ্কানে। ২৫ হাজার ডলারে তাঁরা নিয়েছে লেগ স্পিনিং অলরাউন্ডার দুশান হেমান্থকে।

নিলাম থেকে দল পেয়েছেন মোট ১২ জন বিদেশি ক্রিকেটার। এর মধ্যে পাঁচজনই শ্রীলঙ্কান। পাকিস্তানি আছেন চারজন – রাজশাহীতে ২০ হাজার ডলারে গিয়েছেন জাহান্দাদ খান, রংপুর ১০ হাজার ডলারে নিয়েছে মোহাম্মদ আখলাককে। ইহসানউল্লাহ  ও হায়দার আলীকে যথাক্রমে ২৮ হাজার ও ২৫ হাজার ডলারে নিয়েছে নোয়াখালী এক্সপ্রেস।

এছাড়া আমেরিকা, ইতালি ও আফগানিস্তানের একজন করে ক্রিকেটারকে দলে নিয়েছে ফ্র্যাঞ্চাইজিগুলো। চমক অবশ্যই এমিলিও গে, ১০ হাজার ডলারে তাঁকে নিয়েছে রংপুর। ইতালি জাতীয় দলে তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেললেও তিনি মূলত নর্দাম্পটনশায়ারের হয়ে কাউন্টি খেলেন।

Share via
Copy link