কোয়ারেন্টাইন ইস্যুতে স্থগিত হয়ে যাওয়া টেস্ট চ্যাম্পিয়নশিপের দুটি টেস্ট খেলতে আগামী মাসে শ্রীলঙ্কা সফরে যাবে বাংলাদেশ। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) খেলার জন্য আসন্ন এই সিরিজ থেকে ছুটি নিয়েছেন সময়ের অন্যতম সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান এবং ছুটির অপেক্ষায় রয়েছেন পেসার মুস্তাফিজুর রহমান।
বহুল প্রতিক্ষীত এই টেস্ট সিরিজে দলের সেরা তারকা না থাকলেও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচক আব্দুর রাজ্জাক জানিয়েছেন এই সিরিজে দল নিয়ে কোন পরীক্ষা নিরীক্ষা করবেন না তাঁরা। আজ গণমাধ্যমের সাথে আলাপকালে রাজ্জাক আরো বলেন দুই ম্যাচের সিরিজটিকে টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হিসেবে না দেখে বরং দ্বিপাক্ষিক সিরিজের মতো করে দেখছেন তাঁরা।
তিনি বলেন, ‘আসলে এই সিরিজকে টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হিসেবে না দেখলেই ভালো হবে। কারণ এটার ফাইনালে আমরা খেলতে পারবো না। এমন ও হবে না যে আমরা দ্বিতীয় বা তৃতীয় টিম হয়ে যাবো। আমাদের যেমন সিরিজ গুলো হয়, এটাকে তেমন ভাবলেই ভালো হবে। আমি এটা বলছি আপনাদের জন্য। নরমালি আমরা সিরিজ গুলো যেভাবে খেলি, এটাকেও আমরা সেভাবেই নিচ্ছি। ভালোও করতে হবে, একই সঙ্গে দলের যেন সুবিধা হয় এবং অনেকগুলো নতুন খেলোয়াড় এনে যে এক্সপেরিমেন্ট করা হবে এমনটাও নয়।’
এখন ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলতে নিউজিল্যান্ড সফরে রয়েছে বাংলাদেশ। কিন্তু শ্রীলঙ্কা সিরিজে শুধু টেস্ট খেলবেন মুশফিক তামিমরা। তাই পরীক্ষা নিরীক্ষা করা না হলেও রাজ্জাক জানিয়েছেন দলে স্বাভাবিক ভাবেই পরিবর্তন আসবে কিছু; তবে নির্বাচকরা দল ঘোষণা করবেন ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান ও বোর্ড সভাপতির সাথে মিটিংয়ের পর।
রাজ্জাক বলেন, ‘শ্রীলঙ্কা সিরিজে শুধুমাত্র টেস্ট খেলা হবে তাই খুব স্বাভাবিকভাবেই কিছু খেলোয়াড় বদল হবে যেটা আপনারা সবাই জানেন। চমকের কথা বলবো না, তবে এক্সট্রিম টিম নিয়ে কাজ হচ্ছে। এখনই যে টিম দিয়ে দেয়া হবে বা টিম রেডি হয়ে গেছে এমন নয়। ন্যাশনাল টিম করতে হলে দেখা যায় কয়েকটা খেলোয়াড় নিয়ে আগে বসতে হয়। তো ঐরকম অবস্থানে আছে এখনো। পুরোপুরি সব মিটিং এখনো হয়নি। সভাপতি সাহেব বসবেন, আমাদের অপারেশন্সের চেয়ারম্যান বসবেন, তারপর আমরা নির্বাচকরা বসবো। এরপর আসলে দল দেয়া হবে।’
কলকাতা নাইট রাইডার্সের হয়ে আইপিএলে অংশ নিতে আজ সকালে ভারতের উদ্দেশ্যে সাকিব আল হাসান দেশ ছাড়লেও এখনো নিশ্চিত নয় মুস্তাফিজুর রহমানের আইপিএল খেলা। আসন্ন শ্রীলঙ্কা সিরিজের জন্যই ঝুলে আছে মুস্তাফিজের আইপিএল যাত্রা। রাজ্জাক জানিয়েছেন মুস্তাফিজের বিষয়ে সিদ্বান্ত নেবে বোর্ড; সব কিছু ঠিক হলে দল ঘোষণা করবেন তাঁরা।
রাজ্জাক বলেন, ‘এটা হচ্ছে বোর্ডের সিদ্ধান্ত যে, আইপিএল খেলবেন কিনা মুস্তাফিজ। বোর্ড যদি সিদ্ধান্ত নেয় যে, মুস্তাফিজ আইপিএল খেলবে, তাহলে অবশ্যই ও যাবে। দল নির্বাচনের ব্যাপারে এখনো একটা নির্দিষ্ট সংখ্যক খেলোয়াড় আমাদের ভাবনায় রয়েছে। সব মিটিংগুলো হবে, একটা সিস্টেমেটিক উপায়েই আগাবে এটা।’
তিনি আরো বলেন, ‘সবকিছু ঠিকঠাক হলে দল ঘোষণা হবে। আর মুস্তাফিজ এটার বাইরে নয়। আইপিএলের ব্যাপারে সিদ্ধান্ত দেয়ার ক্ষমতা কিন্তু ক্রিকেট বোর্ডের হাতে। যদি মুস্তাফিজকে আইপিএল খেলতে দেয়া হয় তাহলে ওকে ছাড়া আমরা দল বিবেচনা করবো। তা না হলে সে দলের হয়ে খেলবে।’
আগামী মাসের ১২ তারিখে শ্রীলঙ্কায় যাওয়ার পর ২১ এপ্রিল থেকে শুরু হবে সিরিজের প্রথম টেস্ট ও ২৯ এপ্রিল থেকে শুরু হবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট। দুটি টেস্টই অনুষ্ঠিত হবে ক্যান্ডির পাল্লেকেলে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে।