ফ্লোরিডার বৃষ্টিই কাল হয়ে দাঁড়ালো শ্রীলঙ্কার শিবিরে। বিশ্বকাপ স্বপ্নের পথে বাঁধা হয়ে দাঁড়িয়েছে এই বারিধারা। নেপালের বিপক্ষে অত্যন্ত গুরুত্বপূর্ণ ম্যাচটি প্রবল বৃষ্টি ও মাঠে জলাবদ্ধতার কারণে বাতিল ঘোষণা করা হয়।
নিজেদের প্রথম দুই ম্যাচ হারের পর আশা ছিল বাকি দুই ম্যাচ জিতে পরবর্তী রাউন্ডে পৌঁছাবে শ্রীলঙ্কা। তবে তাঁদের সেই আশা ভেসে গেল বৃষ্টির জলে। ফলে ২০১৪ সালের শিরোপাধারী দল শ্রীলঙ্কা প্রথম রাউন্ড থেকেই বিদায়ের দ্বারপ্রান্তে রয়েছে।
অর্থাৎ, গ্রুপ ডি থেকে সাউথ আফ্রিকা যারা তাদের তিনটি ম্যাচই জিতেছে, তাঁরাই গ্রুপের প্রথম দল হিসেবে সুপার এইট পর্বের টিকিট নিশ্চিত করলো। নিজেদের প্রথম দুই ম্যাচে যথাক্রমে দক্ষিণ আফ্রিকা ও বাংলাদেশের সাথে পরাজিত হয় শ্রীলঙ্কা। তাই নিজেদের বিশ্বকাপ আশা বাঁচিয়ে রাখতে এই ম্যাচটিতে জয়ের খুবই প্রয়োজন ছিল তাদের।
ফ্লোরিডা ও তার আশেপাশের অঞ্চলে দিনের বেশিরভাগ সময় বৃষ্টিপাত হয়েছিল। এমনকি অঞ্চলের চারপাশে বন্যার সতর্কতাও জারি ছিল। তবে আবহাওয়া কিছুটা ভাল হলে গ্রাউন্ড স্টাফরা মাঠ শুকানোর কাজ শুরু করে।
তবে জল অপসারণের এক ঘন্টা কাজ করার পরে আবারও বৃষ্টির দেখা মেলে। ফলে স্টেডিয়ামে উপস্থিত দর্শকদের মধ্যে হতাশা সৃষ্টি হয়। অবশেষে ম্যাচটি পরিত্যক্ত করে পয়েন্ট দুই দলের মধ্যে ভাগ করে দেওয়া হয়।
ওয়ানিন্দু হাসারাঙ্গার দল মাত্র এক পয়েন্ট নিয়ে গ্রুপের তলানিতে অবস্থান করছে। অপরদিকে, নিজেদের ২ ম্যাচ শেষে নেপালেরও পয়েন্ট এক। বাংলাদেশ ও নেদারল্যান্ডস উভয়ই ২ ম্যাচে একটি জয়ে ২ পয়েন্ট নিয়ে গ্রুপের দুই ও তিনে রয়েছে। গ্রুপের পরবর্তী ম্যাচে মুখোমুখি হবে এই দুই দল। যদি ম্যাচটি বৃষ্টিতে পরিত্যক্ত না হয় তবে শ্রীলঙ্কার বিদায় নিশ্চিত হবে। আর ৪ পয়েন্ট নিয়ে সুপার এইটে এক পা রাখবে বাংলাদেশ অথবা নেদারল্যান্ডস।