অভিষিক্ত হার্শিত রানাকে রীতিমত হুমকি দিয়ে রাখলেন মিচেল স্টার্ক। ‘আমি তোমার থেকেও জোরে বল করি হার্শিত’ বলে হুঙ্কার দিয়ে রাখলেন স্টার্ক। ইনিংসের তখন প্রায় শেষ ভাগ। একটা প্রান্ত আগলে রাখার চেষ্টায় ব্যস্ত স্টার্ক। তার দৃঢ়তা টলাতে গতিশীল বাউন্সার ছুড়ছিলেন হার্শিত।
তেমন এক দ্রুত গতির বল স্টার্কের ব্যাট ঘেষে চলে যায় উইকেটরক্ষকের হাতে। তখনই হাসিমাখা মুখে স্টার্ক খানিক হুমকি দিয়ে রাখলেন। যদিও এটা বন্ধুত্বপূর্ণ এক হুমকিই বলা চলে। কেননা গেল ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে স্টার্ক ও হার্শিত খেলেছেন একই দলের হয়ে। দুইজনই কলকাতা নাইট রাইডার্সের হয়ে মাঠ মাতিয়েছেন।
তবে বিষয়টিকে আরেকটু স্পাইস আপ করে তোলেন খোদ স্টার্ক। স্টার্কের করা প্রথম মন্তব্যের উত্তরে একটা চওড়া হাসিই দিয়েছিলেন হার্শিত। কিন্তু পরবর্তীতেই স্টার্ক আবার বলে বসেন, ‘আমার স্মৃতি বেশ ভাল’। যেন হার্শিতকে সতর্ক বার্তা দিয়ে রাখলেন তিনি। ব্যাট হাতে বাইশ গজে এলে তাকেও সহ্য করতে হবে স্টার্কের দ্রুত গতির বাউন্সার।
যদিও প্রাথমিকভাবে এই লড়াইয়ে জয়লাভ করেছেন হার্শিত রানা। স্টার্কের উইকেটটি তিনিই বাগিয়ে নিয়েছেন। মস্তিষ্কের খেলায় অভিজ্ঞ স্টার্কের সাথে এদফা জিতে গেলেন তরুণ হার্শিত। ১৩১ কিলোমিটার প্রতি ঘন্টার একটা বাউন্সার ছুড়ে দিলেন তিনি।
তেঁতে যাওয়ার স্টার্ক পুল শট খেলার চেষ্টা করে ব্যর্থ হন। হার্শিতের ছোড়া বল টপ এডজ আদায় করে নেয়, দ্বিতীয় স্লিপের কাছাকাছি অঞ্চল থেকে বলটি দস্তানায় বন্দী করেন ঋষাভ পান্ত।
অভিষেক ম্যাচে তিনটি উইকেট বাগিয়ে নিয়েছেন হার্শিত রানা। পরের ইনিংসে হয়ত আরও ক্ষুরধার হয়ে ফিরতে চাইবেন তিনি। কিন্তু তার আগে হয়ত তাকে সম্মুখীন হতে হবে স্টার্কের রুদ্রমূর্তির।