স্টেপ আপ করুন, তামিম

বেড়িয়ে আসুন তামিম, একদম স্লটে বল, উড়িয়ে মারুন, ভেঙে ফেলুন প্রতিপক্ষের মনোবল। এই লড়াইয়ে আমাদের জিততেই হবে। ক্রিকেটকে জিততেই হবে। তামিম ইকবালকে বেড়িয়ে আসতেই হবে!

তামিম ইকবাল, এই মুহূর্তে স্টেপ আপ করুন। ক্রিজ ছেড়ে বেরিয়ে আসুন। হাসপাতালের বিছানা নয়, ওই বাইশ গজটাই তো আপনার সিংহাসন। দিন রাত এক করে ব্যাটিং ফ্রেন্ডলি উইকেট বানাচ্ছে একদল দক্ষ চিকিৎসক।

হার্শা ভোগলে অপেক্ষায় আছেন আপনার জন্য, বন্ধুর জন্য। এক্ষুনি বলে উঠবেন, তামিম স্টেপিং আপ অ্যান্ড গেটস দ্য ম্যাক্সিমাম! হোয়াট্টা স্ট্রাইকার অব দ্য বল! সাথে তাল মেলাবেন আতাহার আলী, বলবেন তামিম ইকবাল ব্যাক ইন বিজনেস।

তামিম, আপনার ভয় কিসে? নন স্ট্রাইকে লিটন দাস আছেন। স্পিডটা বাড়িয়ে নিতে পারবেন, আপনি শুধু নিজের মত খেলুন, প্লিজ বেড়িয়ে আসুন। যেভাবেই হোক। যে করেই হোক।

তামিম, আপনি খেলুন। রান আপনাকে করতেই হবে। সামনে এগিয়ে তুলে মারতে হবে। সাজঘরে অপেক্ষায় যুবরাজ সিং, ক্যান্সার জিতে ফিরেছেন, লড়াই করার মানে তিনিও বোঝেন। প্রয়োজনে তিনিও জুটি বাঁধবেন।

স্ট্রাইক রেটটা পরে বাড়িয়ে নিতে পারবেন মুশফিকুর রহিম কিংবা মনোজ তিওয়ারি। সাকিব আল হাসান তো বন্ধুত্বের হাতটা বাড়িয়েই দিয়েছেন, দুই বন্ধু মিলে আরেকবার প্রতিপক্ষের চোখ না রাঙালে চলবে কি করে!

কি ভয় আপনার? আপনার হয়ে বোলিং করছেন আজ খোদ লাসিথ মালিঙ্গা। সুরঙ্গ লাকমালও সাথে আছেন, মনে আছে যার বিপক্ষে এক হাত দিয়ে ব্যাট করেছিলেন এশিয়া কাপে। সেই লাকমাল আজ আপনার দলে। নড়াইল এক্সপ্রেস আজ আবার মাঠে নেমেছেন আপনার জন্য, বোলিং করবেন একজন কলিজাওয়ালা খানের জন্য। বল নতুন হোক বা পুরনো, জয় আপনারই তামিম।

স্পিন আক্রমণের জন্য সাকিব একাই তো একশ। মেহেদী হাসান মিরাজের সাথে না হয় যুবরাজও এবার হাত ঘুরিয়ে নেবেন। প্লিজ তামিম স্টেপ আপ করুন। উত্তাল গ্যালারি একটা ছক্কা দেখার অপেক্ষায় আছে।

আইপিএল ফেলে আপনার ফেরার পথ চেয়ে আছে কলকাতা নাইট রাইডার্স। নিরাশ করবেন না প্লিজ।আপনি তো বলের বা বোলারের মেরিট নিয়ে এত ভাবেন না, এবার এত দেরী করছেন কেন? দোহাই লাগে তামিম, বেড়িয়ে আসুন।

ফুটবল দল প্রার্থনার হাত তুলেছে আপনার জন্য। তাঁদেরও একটা ছক্কা চাই। আপনার হয়ে মধ্যমাঠ দখল করে বসে আছেন হামজা, জামাল, ঈসা ফয়সালরা, গোল করতে মরিয়া আল-আমিন।

বেড়িয়ে আসুন তামিম, একদম স্লটে বল, উড়িয়ে মারুন, ভেঙে ফেলুন প্রতিপক্ষের মনোবল। এই লড়াইয়ে আমাদের জিততেই হবে। ক্রিকেটকে জিততেই হবে। তামিম ইকবালকে বেড়িয়ে আসতেই হবে!

লেখক পরিচিতি

সম্পাদক

Share via
Copy link